বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

নতুন নাট্য কর্মী নিচ্ছে ‘বীজন নাট্য গোষ্ঠী’

শুক্রবার, নভেম্বর ৫, ২০২১

প্রিন্ট করুন
নতুন নাট্য কর্মী নিচ্ছে ‘বীজন নাট্য গোষ্ঠী 1

চট্টগ্রাম: ‘নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য’ এ স্লোগানকে সামনে রেখে মঞ্চ নাটকে অভিনয় করার জন্য নতুন ও উদ্যোমী নাট্য কর্মী সংগ্রহ করছে ‘বীজন নাট্য গোষ্ঠী।’

গান, তবলা, আবৃত্তি ও বাদ্য যন্ত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে। নতুন নাট্য কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিনয়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

আবেদন পত্র সংগ্রহের জন্য কর্ণেল হাট নতুন মুনছুরাবাদের ওয়ালিদ প্রিন্টার্স, স্বপ্নীল প্রতিভা থিয়েটার চৌমুহনী দেওয়ান হাট, ফিসবো এন্টারপ্রাইজ উত্তর কাট্টলী, ভূঁইয়া এন্টারপ্রাইজ পশ্চিম ফিরোজশাহ কলোনী, পিন্টু হেয়ার কাটিং কৈবল্যধাম মালী পাড়া, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার কর্ণেল হাটে যোগাযোগ করা যাবে। এছাড়া ‘বীজন নাট্য গোষ্ঠী’র কার্যালয় থেকে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আবেদন পত্র সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে ২৪ সেপ্টেম্বর ‘বীজন নাট্য গোষ্ঠী’ প্রতিষ্ঠা লাভ করে। পথ নাটকসহ এ পর্যন্ত প্রায় ১৪টা নাটকের মঞ্চায়ন করেছে চট্টগ্রামের নাটকের এ দলটি। দলটি দল প্রধানের দায়িত্ব পালন করছেন অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন