শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

‘নতুন বছরে আয় বৈষম্য দূর করতে হবে’

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 83 1

ইফতেখার ইসলাম:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ও এনবিইআর চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম পারভেজ বলেছেন, “স্বাধীনতার পরবর্তীতে নানান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বর্তমান সরকারের সময়ে দেশের উন্নয়ন ব্যাপক বেড়েছে। আমাদের অবকাঠামোসহ অর্থনীতির চাকা আগের তুলনায় সচল হয়েছে। করোনাকালীন সময়ে আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় গড়ে ২৫’শ ডলারের বেশি হয়েছে।”

“এরমধ্যে সকল শ্রেণীর মানুষের আয় সেই পর্যায়ে নেই। দেশের একটা শ্রেনীর মানুষের আয় বিপুলভাবে বেড়েছে আর নিম্নশ্রেণীর মানুষের সেরকম উন্নতি হয় নি। আমাদের নতুন বছরে এই আয় বৈষম্যের দিকে নজর দিতে হবে। এটি থেকে উত্তরণের পথ খুঁজে পেতে হবে।” বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। 

অধ্যাপক পারভেজ আরো বলেন, “আয় বৈষম্য দূর করতে হলে দেশের বেকার সমস্যা কমিয়ে সকলের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর এর মাধ্যমে সকল শ্রেণীর মানুষের মধ্যে সমতা বজায় থাকবে। যা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করতে পারে। “

তিনি বলেন, “স্বাধীনতার পরে আমাদের যে পরিমাণ অগ্রগতি হওয়ার  ছিলো তা হয় নি। তার পেছনে রয়েছে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক শাসন। তার পাশাপাশি দেশে বেড়ে যাওয়া মাত্রাতিরিক্ত দূর্ণীতি আমাদের ক্রমশ পিছিয়ে দিচ্ছে। যদিও বর্তমান সরকারের সময়ে সেই সমস্যা মোকাবেলা করে সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আর দেশের উন্নয়নের এই চিত্র কমবেশি সকলেরই জানা।”

তিনি আরো বলেন, “বর্তমানে দেশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আমাদের রেমিট্যান্স বেড়েছে। আমরা পদ্মাসেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছি। দেশে নতুন নতুন শিল্পনগর গড়ে উঠছে। আমরা ধান উৎপাদনে এগিয়ে এসেছি। আর এর কারণ সম্প্রতি শাসনের ধারাবাহিকতা৷”

তিনি বলেন, “আশা করা যাচ্ছে করোনা পরবর্তীতে বাংলাদেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের আমদানি রপ্তানি খাতে কিছুটা সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। আর এটার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরো বলেন, “সরকার যতই দুর্ণীতির বিরুদ্ধে সোচ্চার হোক না কেন যদি আমরা এর প্রতিরোধ না করি তবে দুর্নীতি রুখে দেয়া কষ্টসাধ্য বিষয়। তাই আমাদের নিজেদের জাযগা থেকে দুর্ণীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর এতে করে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।”

আইআই /সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন