রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নতুন বছরে নিউইয়র্কের প্রথম শিশু লেলা

রবিবার, জানুয়ারী ২, ২০২২

প্রিন্ট করুন
NYC First Baby 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটিতে ২০২২ সালে জন্মগ্রহণ করা প্রথম শিশুর নাম লেলা গেচেল তাজুনুন গার্সিয়া। শনিবার (১ জানুয়ারি) নতুন বছরে এই কন্যাই শহরের প্রথম শিশু। যার জন্ম হয়েছে শহরের কনি আইল্যান্ড হাসপাতালে।
লেলার ওজন ৭ পাউন্ড ৬ দশমিক তিন আউন্স এবং লম্বা ১৯.৫ ইঞ্চি । তার বাবা-মা হলেন ইরমা গার্সিয়া এবং ব্রুকলিনের জার্মান তজুনুন।

নিউইয়র্কের জনস্বাস্থ্য বিভাগ জানায়, নিউইয়র্ক সিটিতে নববর্ষের প্রথম শিশু হিসেবে লেলাকে তারা স্বাগত জানিয়েছে। লেলা বাবা মায়ের প্রথম সন্তান।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন