নিজস্ব প্রতিবেদক:
ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটানে অবস্থিত টাইম স্কয়ার। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে ভিড় জমাচ্ছে উৎসবপ্রিয় মানুষ। তবে ২২ নম্বর রাস্তায় অতিরিক্ত মানুষের ভিড় থাকায় টাইম স্কয়ারের গেইট বন্ধ করে রাখা হয়েছে। বিকেল তিনটার পর শর্তসাপেক্ষে টাইম স্কয়ার উন্মুক্ত করা হবে।
সরজমিনে দেখা যায়, নতুন বছরকে স্বাগত জানাতে টাইম স্কয়ারের স্টেজ সাজানো হয়েছে। চারদিকে হরেক রকমের সজ্জা শোভা পাচ্ছে। যা উৎসবের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে।
জানা গেছে, এবার নববর্ষের উৎসব স্বাভাবিকভাবে পালিত হচ্ছে না। ওমিক্রনের পাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে কর্তৃপক্ষ। এবার টাইম স্কয়ারে কেবল ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করতে পারবেন। যা স্বাভাবিকের তুলনায় ৭৫ ভাগ কম। এছাড়া অংশগণহনকারী সকলকে সারাক্ষণ মাস্ক পরে থাকতে হবে এবং ৫ বছরের বেশি বয়স্কদের করোনা টিকা নেওয়ার সনদ দেখাতে হবে।
নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে, নববর্ষ উপলক্ষে শহরে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে অনেকের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ জানায়, করোনা পরিস্থিতি বিবেচনা মাস্ক পরাসহ যাবতীয় সুরক্ষা মেনেই ভেতরে প্রবেশ করার সুযোগ থাকবে। তাছাড়া যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিটি পুলিশ সজাগ রয়েছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন