শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শিরোনাম

নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে মাঠে ফিরবেন ক্রিকেটাররা

বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

প্রিন্ট করুন

ক্রিকেটারদের দাবির মুখে বিকল্প এক পথ বের করে নাজমুল ইসলামকে অর্থ বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরও ক্রিকেটারদের মাঠে ফেরাতে পারেনি বিসিবি।

ক্রিকেটারদের চাওয়া নাজমুলের বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ। অন্যথা মাঠে নামবেন না ক্রিকেটাররা।

তাতে বিপিএলই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পথে। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির পক্ষে নাজমুলকে সরিয়ে দেওয়া সম্ভব নয় বলে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সঙ্গে আলোচনায় বসেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কজন পরিচালক। সেই আলোচনায় ক্রিকেটাররা নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। এবার ভিন্ন শর্ত দিয়েছে।

বিতর্কিত মন্তব্যের জন্য নাজমুল যদি প্রকাশ্যে ক্ষমা চান তবে মাঠে ফিরবেন তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে।

বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন