পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়ার উপজেলার দর্শকেরা উপভোগ করল গ্রুপ থিয়েটার নাট্যাধারের নতুন নাটক ‘আমাদের ৭১‘। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পটিয়ার সুচক্রদন্ডী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আহম্মদ কবির রচিত ‘সুচক্রদন্ডীর ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ নাটকটি প্রদর্শনী করা হয়। এটি ছিল এ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম।
শারমিন সুলতানা রাশা রচিত ও নির্দেশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘আমাদের ৭১’ এর প্রযোজনা অধিকর্তা মাশরুজ্জামান মুকুট, প্রযোজনা উপদেষ্টা অশোক বড়ুয়া ও আবহ নিয়ন্ত্রণে ছিল মোসলিমা লিমা।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হাসেম খান, জসিম উদ্দিন, তাসলিমা আক্তার মুক্তা, রবিউল হক সাফওয়ান, মোস্তফা কামাল যাত্রা, শান্তা ভট্টাচার্য, তানিয়া আক্তার, শারমিন সুলতানা রাশা প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম সিটির পাহাড়তলীর শেখ রাসেল মুক্ত মঞ্চে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন