মোঃ খোরশেদ আলম চৌধুরী,বোয়ালখালী প্রতিবেদকঃ
নানা আয়োজনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী সকল বীর শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।
এতে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, আশুতোষ দাশ, বিধান দাস, মোঃ খোরশেদ আলম চৌধুরী, মোঃ এসকান্দর, দেবী ঘোষ, শ্যামলী চৌধুরী, প্রিয়াঙ্কা দাস, রত্না নাথ জয়া, অর্পিতা ঘোষ, প্রীতি দাশ, মন্দিরা দাস, বিশ্বজিৎ দাস শান্তু, দেব্রত দাস মোঃ আশরাফ উদ্দিন প্রমুখ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন