সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকএন্ডে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট নিউইয়র্কের নায়াগ্রায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের বৃহত্তম মিলনমেলা—৩৯তম ফোবানা সম্মেলন। এ উপলক্ষে আয়োজক স্টিয়ারিং কমিটি বাফেলো ও নায়াগ্রা শহরে নিচ্ছে নানা প্রস্তুতি। সম্মেলন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির প্রতিনিধি দল বাফেলো ও নায়াগ্রাবাসীর সঙ্গে মতবিনিময় করেছে।
সোমবার (৩০ জুন) বাফেলোর ২৭৯ গিলফোর্ড স্ট্রিটে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন ফোবানার সাবেক চেয়ারম্যান ও এবারের সম্মেলনের চেয়ারম্যান এডমিন গিয়াস আহমেদ। স্বাগত বক্তব্য দেন ফোবানার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান।
সভায় আরও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার, স্টিয়ারিং কমিটির নির্বাহী সচিব কাজী সাখাওয়াত হোসেন আজম, সদস্য ফরহাদ খন্দকার ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। সভা পরিচালনা করেন শাহাব উদ্দিন সাগর, সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী সোহেল হাওলাদার।
বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক সহসভাপতি আব্বাস উদ্দিন দুলাল, মির্জা মামুন, জসিম উদ্দিন, প্রমোটার এনামুল হক, আবদুল লতিফ, অ্যাটর্নি রাকিব ও অ্যাডভোকেট শহীদুল ইসলাম। তারা বলেন, ফোবানার সফল আয়োজনের জন্য প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এদিকে মতবিনিময় সভার পরদিন মঙ্গলবার (১ জুলাই) আয়োজক দলের সদস্যরা সম্মেলনের ভেন্যু—নায়াগ্রার শেরাটন হোটেল পরিদর্শন করেন। সম্মেলনের আয়োজন নিয়ে বিভিন্ন প্রস্তুতি ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তারা।
‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী ফোবানার শক্তি’ প্রতিপাদ্যে এবারের সম্মেলনের মূল লক্ষ্য প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা।
উল্লেখ্য, ১৯৮৭ সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম ফোবানা সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করে সংগঠনটি। যুক্তরাষ্ট্র ও কানাডার বাংলাদেশি সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ফোবানা প্রবাসীদের অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন। এর লক্ষ্য হলো—প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ, প্রবাসীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন