সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল নির্বাচন থেকে সরে আসলেন জেফির টিচআউট

সোমবার, ডিসেম্বর ১৩, ২০২১

প্রিন্ট করুন
GettyImages 1032882734 1

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাসীন লেটিয়া জেমস ফের অ্যাটর্নি জেনারেল পদে নির্বাচন করার ঘোষণা দেয়ার পর এই পদের দৌঁড় থেকে সরে আাসলেন ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির আইনের অধ্যাপক জেফির টিচআউট। 

রোববার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে জেফির টিচআউট  ঘোষণা করেছেন, লেটিয়া জেমস ব্যতিক্রমী নেতা এবং নিবেদিত প্রাণ। তিনি এই পদের যোগ্য। তাই আমি অ্যাটর্নি জেনারেল নির্বাচনের প্রচারণা স্থগিত করছি। 

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল (এজি) লেটিয়া জেমস (৬৩) স্টেটের গভর্নর পদের দৌড় থেকে সরে আসেন।

জেমস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাকে অ্যাটর্নি জেনারেল হিসাবে আমার কাজ চালিয়ে যেতে হবে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তদন্ত এবং মামলা চলছে এবং আমি কাজটি শেষ করতে চাই। নিউ ইয়র্কবাসীরা আমাকে অ্যাটর্নি জেনারেল পদে নির্বাচিত করেছিলো আমি সেই পদে নির্বাচনের জন্য আবার প্রতিদ্বন্দ্বিতা করবো।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন