বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে অপরাধ কমেছে, গুলির ঘটনা রেকর্ড সর্বনিম্নে

বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

প্রিন্ট করুন

উত্তর আমেরিকা ডেস্ক: নিউইয়র্ক শহরে জুন মাসে সব ধরনের বড় অপরাধ কমেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। মঙ্গলবার প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের জুনের তুলনায় এবার সব বড় অপরাধেই উল্লেখযোগ্য হারে হ্রাস ঘটেছে।

মোট বড় অপরাধ কমেছে ৬ শতাংশ। হত্যাকাণ্ড কমেছে ১৩.৯ শতাংশ। যা ৩৬টি থেকে নেমে দাঁড়িয়েছে ৩১টিতে। ডাকাতি কমেছে ৬ শতাংশ, মারাত্মক হামলা ৮.১ শতাংশ, চুরি ১০.৬ শতাংশ এবং গাড়ি চুরি ১.৩ শতাংশ। ধর্ষণের রিপোর্টও কমেছে ৭.৩ শতাংশ।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে গুলির ঘটনায়। যা প্রায় ৩০ শতাংশ কমেছে। গত বছরের জুনে ১০৭টি গুলির ঘটনা ঘটেছিল, এবার তা কমে দাঁড়িয়েছে ৭৫টিতে।

চলতি বছরের প্রথম ছয় মাসেও বড় অপরাধ কমেছে ৬ শতাংশ। হত্যাকাণ্ড কমেছে ২৩ শতাংশ এবং গুলির ঘটনা কমেছে ২৩ শতাংশ, যা রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি কৌশল, নির্ভুলতা এবং পুলিশের ধারাবাহিক কাজের ফল।

ট্রানজিট অপরাধ জুন মাসে ৬.৪ শতাংশ কমেছে এবং ঘৃণামূলক অপরাধ কমেছে ২২ শতাংশ।

তবে ধর্ষণের ঘটনা বছরের হিসেবে ২০.৫ শতাংশ বেড়েছে। এনওয়াইপিডি জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে আইন পরিবর্তনের ফলে ধর্ষণের সংজ্ঞা আরও বিস্তৃত হওয়ায় এ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই অপরিচিত নয়, পরিচিতদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।

এনওয়াইপিডি ভুক্তভোগীদের এগিয়ে এসে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন