সিএন প্রতিবেদন: নিউইয়র্ক সিটিতে ২০২৫ সালের প্রথম ছয় মাসে গোলাগুলির হার ইতিহাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এবং টানা ছয় কোয়ার্টার ধরে অপরাধের হার কমছে বলে ঘোষণা করলেন অ্যাডামস প্রশাসন। বড় ধরণের অপরাধ হ্রাস পেয়েছে, ৫.৫ শতাংশ, খুনের হার ২৩ শতাংশ এবং গোলাগুলি ৫৪ শতাংশ কমে গেছে, শুধু জুন মাসেই, অপরাধ ৬ শতাংশ হ্রাস পেয়েছে। তাছাড়া, দ্বিতীয় কোয়ার্টারে ঘৃণামূলক অপরাধ ১৭ শতাংশ এবং পুরো বছরে ১৬ শতাংশ হ্রাস পেয়েছে। এই সার্বিক হ্রাসের মূল কারণ হলো-ইহুদি-বিদ্বেষমূলক অপরাধ ১৮ শতাংশ, ইসলাম-বিদ্বেষমূলক অপরাধ ১১ শতাংশ এবং লিঙ্গপরিচয়ভিত্তিক ঘৃণামূলক অপরাধ ৪৭ শতাংশ কমেছে। ডাকাতি, ধর্ষণ, গুরুতর হামলা, চুরি, মূল্যবান জিনিস ছিনতাই, ও গাড়ি চুরির মতো অপরাধগুলোও বছরের তুলনায় কমেছে।
পাশাপাশি শহর জুড়ে অপরাধ কমাতে সাবওয়েগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়ন সহ রাস্তা থেকে সরিয়ে নেয়া হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো।
সোমবার (৭ জুলাই) কমিউনিটি অপ:এড-এ সিটি মেয়র এরিক অ্যাডামস্ বলেন, “আমরা ইতোমধ্যেই ২২ হাজার ৩০০ টিরও বেশি অবৈধ আগ্নেয়াস্ত্র রাস্তা থেকে সরিয়েছি, সাবওয়ে অপরাধ, গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যা এবং জীবনের মান নষ্টকারী বিভিন্ন ইস্যুর মোকাবিলা করেছি। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে টানা ছয় কোয়ার্টার ধরে অপরাধ কমছে।”
অ্যাডামস প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার সবসময়ই ছিল গণনিরাপত্তা। প্রথম দিন থেকেই অ্যাডামস্ প্রশাসন অপরাধ ও বেআইনি কার্যকলাপ দূর করতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “নিউইয়র্কবাসী চায় তারা যেন নিরাপদে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে, কাজে যেতে পারে, পাড়ার দোকানে কেনাকাটা করতে পারে, রাত্রে বাইরে খেতে যেতে পারে, এবং শেষে পরিবারের কাছে নিরাপদে ফিরতে পারে। আর আমরা সেটাই দিচ্ছি। প্রথম দিন থেকেই আমরা অপরাধ ও বেআইনি কার্যকলাপ দূর করতে কাজ করে যাচ্ছি।”
শহরের সাবওয়েগুলো এখন আরও নিরাপদ হচ্ছে। জুন মাসে দ্বিতীয় কোয়ার্টারে এবং বছরব্যাপী ট্রানজিট অপরাধ হ্রাস পেয়েছে। অ্যাডামস্ বলেন, “এটি সম্ভব হয়েছে আমাদের ট্রেন এবং প্ল্যাটফর্মে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কারণে। এই প্রচেষ্টার কারণে আমরা একটি নতুন রেকর্ড গড়েছি। সাবওয়ে ডাকাতি এখন পর্যন্ত সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।”
জুন মাসে খুচরা দোকানে চুরির হার ১৭ শতাংশ কমেছে, এবং বছরজুড়ে প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে পরিশ্রমী নিউইয়র্কবাসীর অর্থ এখন অপরাধীদের হাতে না গিয়ে তাদের নিজেদের পকেটেই থাকছে।
কমিউনিটি লিংক ইনিশিয়েটিভের মাধ্যমে অ্যাডামস্ প্রশাসন অবৈধ ভেন্ডিং, রাস্তায় জমানো ময়লা, অতিরিক্ত শব্দ দূষণ, মাদকসেবন ও অবৈধ গাড়ি সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ করছে। তিনি বলেন, “আমরা এ পর্যন্ত ১ লাখের বেশি অবৈধ গাড়ি ও মোপেড সরিয়ে ফেলেছি এবং দেড় হাজারের বেশি অবৈধ ধূমপানপণ্য বিক্রির দোকান বন্ধ করে দিয়েছি, যেগুলো এখন বৈধ ছোট ব্যবসায়ে রূপান্তরিত হচ্ছে।”
এই অপরাধ হ্রাস কোনো কাকতালীয় ব্যাপার নয়; বরং এটি প্রশাসনের সুনির্দিষ্ট ও ধারাবাহিক মনোযোগের ফল-বলে মনে করেন অ্যাডামস্। তিনি বলেন, “আমরা প্রতিদিন, প্রতিটা পাড়া-মহল্লায় কাজ করে যাচ্ছি, যাতে একটি আরও নিরাপদ, সাশ্রয়ী, এবং পরিবার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত নিউইয়র্ক তৈরি করা যায়। আমাদের অবিচল মনোযোগ, এবং এনওয়াইপিডির সাহসী কর্মীদের কঠোর পরিশ্রমের ফলে, নিউইয়র্ক সিটি এখনো আমেরিকার সবচেয়ে নিরাপদ বৃহৎ শহর হিসেবে রয়ে গেছে।”
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন