বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে দায়িত্ব পালনকালে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অফিসার নিহত

মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নিরাপত্তা রক্ষায় কর্তব্যরত অবস্থায় নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলাম সোমবার (২৮ জুলাই) মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ছিলেন। সাহসিকতা, নিষ্ঠা এবং জনগণের প্রতি অগাধ দায়িত্ববোধের প্রতীক হিসেবে দিদারুল ইসলাম ছিলেন পুলিশের একজন আদর্শ কর্মকর্তা।

দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী এই কর্মকর্তা শুধু পুলিশ বিভাগের নয়, বাংলাদেশি কমিউনিটিরও গর্ব ছিলেন। তার এই আত্মত্যাগে নিউইয়র্কসহ গোটা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিদারুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

দিদারুল আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউইয়র্ক পুলিশ ডিপার্টম্যান্টের ফেসবুক পেজে পোস্ট করা হলে সেখানে মোহাম্মদ হারুনুর রশিদ নামের একজন মন্তব্য করেন, একজন সাহসী বাংলাদেশি-আমেরিকান হিসেবে আপনার আত্মত্যাগ আমাদের কাছে সম্মান, সাহস ও দায়িত্ববোধের প্রতীক। নিউইয়র্ক শহরে প্রতিদিন আমরা বাংলাদেশিরা কেউ কফি শপে, কেউ এনওয়াইপিডিতে, কেউ চালক হিসেবে কঠোর পরিশ্রম করি এই শহরকে সচল রাখতে। আর আমাদের একজন যখন কর্তব্যরত অবস্থায় জীবন দেন, সেই শোক আমাদের পুরো সম্প্রদায়ে ছড়িয়ে পড়ে।

মিনহাজুল ইসলাম নামের একজন মন্তব্য করেন, অন্তত একজন বাংলাদেশি অফিসার আমাদের মাথা উঁচু করে দিয়েছেন, দেশেই যাঁদের অনেকেই দায়িত্বহীনতার পরিচয় দেন। শহীদ ভাই, আপনার আত্মার মাগফিরাত কামনা করি।

নিউইয়র্ক পুলিশ বিভাগ এবং সিটি কর্তৃপক্ষ তার সাহস ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে উল্লেখ করেন, মৃত্যু অবধি বিশ্বস্ত—এই মন্ত্রে বিশ্বাসী দিদারুল ইসলাম নিজের জীবন দিয়ে কর্তব্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সাহসিকতা ও ত্যাগের স্মৃতি চিরকাল গর্ব ও সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন