রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ‘বাংলাদেশ’স ভিক্টোরী ডে টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৪’ সম্পন্ন

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘বাংলাদেশ’স ভিক্টোরী ডে টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৪’ সম্পন্ন হয়েছে। বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালস (বিএসপি) এ টুর্নামেন্টের আয়োজন করে।

৭ ডিসেম্বর নিউইয়র্কের ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট রোডের খলিল চাইনিজে এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউইয়র্কে বিজয় দিবসে ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা দিয়েছে এ টুর্নামেন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেবিল টেনিস খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উৎসাহের সাথে জড়ো হয়েছেন নিউইয়র্কে। নিউইয়র্ক, ভার্জিনিয়া, মিশিগান, শিকাগো, পেনসিলভানিয়া, এমনকি কানাডা থেকে খেলোয়াড়রা এসে এতে অংশ নিয়েছেন।

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতায় আরো ছিল এসজে ইনোভেশন, আদমজী গ্রুপ, খলিল বিরিয়ানি হাউস।

টুর্নামেন্ট পরিচালনা করেন আলী আম্মার।

বিএসপি টিম, শৈলী, বিআইটিএনএ টিম, পিং পং এনওয়াইসি এবং দি অপটিমিস্ট ইউএসএ টিমের সহযোগিতা ও সরব উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে রেখেছিল।

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেন শাহেদ ইসলাম, সেলিম আদমজী ও টুর্নামেন্টের উদ‍্যোক্তা ইমতিয়াজ চৌধুরী। উপস্থাপনা করেন মুস্তাফিজুর চৌধুরী। বক্তব্য দেন খাইরুল বাশার, মোকারম আহমেদ ও মারুফ মনোয়ার।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন