বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশিদের জন্য এক লাখ কবরের প্রকল্প, কাজ শুরু ৩১ জুলাই

শনিবার, জুলাই ২৬, ২০২৫

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টির মিডল টাউন এলাকায় ‘বাংলাদেশ সেমিট্রি’ প্রকল্পের অবকাঠামোগত কাজ শুরু হচ্ছে ৩১ জুলাই। ১২৬ একর জায়গাজুড়ে নির্মিতব্য এই কবরস্থানে এক লাখের বেশি কবরের ব্যবস্থা থাকবে। এটি প্রবাসী মুসলমানদের মালিকানাধীন সবচেয়ে বড় কবরস্থান প্রকল্প হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রকল্প সংশ্লিষ্টরা। বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক এই প্রকল্প বাস্তবায়ন করছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প আহ্বায়ক আব্দুর রব মিয়া এবং লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান সমন্বয়কারী জাহিদ মিন্টু। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ খোকন মোশাররফ, বাবু রমেশ চন্দ্র দেবনাথ, রফিকুল ইসলাম ভূঁইয়া, তাজু মিয়া, ছালেহ আহম্মেদ রুবেল, মাহমুদুল হক ও জামাল উদ্দিন। আরও ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী এবং সাবেক সাংস্কৃতিক সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব।

জাহিদ মিন্টু জানান, ইতোমধ্যে মাটি পরীক্ষা ও আনুষঙ্গিক প্রস্তুতি শেষ হয়েছে। প্রথম ধাপে ২০ হাজার কবর তৈরির কাজ হবে এবং এর মধ্যে ৫ হাজার কবর ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের মাধ্যমে বিক্রি হয়েছে। এই কবরস্থান শুধুমাত্র বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য নয়, বরং সব বাংলাদেশি ও বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরাও এখানে কবরস্থ হতে পারবেন।

তিনি বলেন, এই প্রকল্প কোনো ব্যবসায়িক লাভের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। সামর্থ্যহীনদের জন্যও থাকবে বিশেষ বিবেচনা। এছাড়া প্রকল্প এলাকা জুড়ে মসজিদ, বিশ্রামাগার, ফিউনারেল হোম ও অফিস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান সমন্বয়কারী জাহিদ মিন্টু।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন