বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বুধবার, মার্চ ১৯, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের (বাকার) বার্ষিক ইফতার, দোয়া মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা গত ৮ মার্চ নিউইয়র্কে ব্রঙ্কসের পিএস ১০৬’-এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও সহ সাধারণ সম্পাদক এমডি আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ক্বেরাত প্রতিযোগিতায় বি গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী আব্দুর রহমান সালেহ। প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই আয়োজনে অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের মুসলিম সিনিয়র এডভাইজার মোহাম্মদ আমীন, চীফ অফ স্টাফ মীর বাশার, মুসলিম লিয়াজো অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, অ্যালেগ্রা সিডিপ্যাপ ও বাংলা হোম কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আবু জাফর মাহমুদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন। আরও বক্তব্য দেন শেখ আল মামুন, মাসুদ রহমান, মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া, জাকির চৌধুরী, সামাদ মিয়া জাকের, তরিকুল ইসলাম মিঠু, মাওলানা আজির উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ সভাপতি মাকসুদা আহমেদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, স্কুল ও সমাজ সেবা সম্পাদক সালমা সুমি। উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি লোকমান হোসেন লুকু ও ফয়সল আহমেদ, সহ সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণ সংযোগ সম্পাদক লিয়াকত আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী সদস্য কবি রেহানুজ্জামান রেহান, জে মোল্লা সানী ও চৌধুরী মোমিত তানিম।

কমিউনিটির বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, মাহবুবুল আলম, ফরিদা ইয়াসমিন, রিয়াজ কামরান, মখন মিয়া, সেবুল খান মাহবুব, জামিল আনসারী, হাসান আলী, কাজী হাসান, শাহ সেলিম, কবি মাসুম আহমেদ, আনোয়ার জাহিদ, সুলতান মাহমুদ, বাকী খন্দোকার, মকন মিয়া, মুতাসিম বিল্লাল তুষার, মিজানুর রহমান, জোহায়েব চৌধুরী, আজম চৌধুরী, আনোয়ার জাহিদ, রোকন আহমেদ, রাশেদুল হক।

অনুষ্ঠানের প্রথম পর্বে ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ী সহ অংশগ্রহণকারী সবার মধ্যে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়া হয়। ইফতারের পূর্বে বায়তুল আমান মসজিদের পেশ ইমাম মাওলানা আজির উদ্দিন বিশেষ দোয়া পরিচালনা করেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন