বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার, জুলাই ১৫, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেথপেজ স্টেট পার্কে গেল ৮ জুলাই বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নানা স্থান থেকে বিয়ানীবাজারবাসীর অংশগ্রহণে বনভোজন হয়ে উঠে উৎসবমুখর। বৃহত্তর সিলেটসহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্টজনেরাও আয়োজনে অংশ নেন। বনভোজন স্থান হয়ে যায় বিয়ানীবাজারবাসীর মিলন মেলায়।

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তাদের কুশিলবদের উপস্থিতি ও কুশল বিনিময় বিয়ানীবাজার সমিতির বনভোজন আরো প্রাণবন্ত হয়ে উঠে।

বনভোজনে আসা একে অন্যের হৃদ্রতার অনন্য বন্ধন লক্ষ্য করা যায়। সকলে মেতে উঠেন গল্প-গুজবে।

বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতায় ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, ফুটবল খেলা, মহিলাদের মিউজিকেল চেয়ার, শিশু-কিশোরদের দৌড়, র‌্যাফেল ড্র ইত্যাদি।

মধ্যহ্ন ভোজ শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‌্যাফেল ড্রতে জয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি রেজাউল আলম অপু। বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহিবুর রহমান রুহুল স্বাগত বক্তব্য দেন। মঞ্চে ছিলেন উপদেষ্টা হারুন মিয়া, মোজাহিদুল ইসলাম, ফখর উদ্দীন, ফখরুল ইসলাম, গহর চৌধুরী কিনু, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিন, সহ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দীকি, কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, প্রাক্তন সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, প্রাক্তন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির প্রাক্তন উপদেষ্টা আব্দুল খালিক লালু, আজীজুর রহমান পাখী ও শামছুল ইসলাম, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি এনাম, বিয়ানীবাজার সমিতির প্রাক্তন সভাপতি বুরহান উদ্দীন কপিল, আব্দুর রাজ্জাক, মাসুদুল হক ছানু ও মোস্তফা কামাল, প্রাক্তন সেক্রেটারি মিছবাহ আহমদ ও ফখরুল ইসলাম দেলোয়ার, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আমিনুল হোসেন ও মোহাম্মদ তালহা, মোহাম্মদ তুলন, প্রাক্তন দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, প্রাক্তন সহ সাধারণ সম্পাদক ইফজাল আহমদ, প্রাক্তন মহিলা সম্পাদক নাজমা বেগম, গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির সভাপতি শামছুল হক বেবুল, সেক্রেটারি জয়নাল আহমদ, মিশিগানের বাসিন্দা মোহাম্মদ রিপন।

বনভোজনে সার্বিক সহযোগিতায় ছিলেন বনভোজন কমিটির সদস্য সচিব রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল কবির রুবেল, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, ক্রীড়া সম্পাদক জামিল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়েজ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক হাফসা ফেরদৌস হেলেন, কার্যকরি সদস্য মাহবুব উদ্দীন, মোহাম্মদ আমিন উদ্দীন, মাসুদুর রহমান, রেজওয়ান আহমদ, ফরহাদ হোসেন, ছিদ্দিক আহমদ, শামছুল আলম শিপলু, আবু রাসেল, ইকবাল হোসেন, শরীফ আহমদ।

সাংস্কৃতিক পর্বে গান করেন শাহ মাহবুব।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন