বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন ইউএসএর গেট টুগেদার

সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

প্রিন্ট করুন

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুথানের পর গঠিত অন্তবর্তী সরকারকে সমর্থন জানিয়ে নিউইয়র্কের বৈষম্যবিরোধী প্রবাসী নাগরিক আন্দোলন ইউএসএ গেল কয়েক মাস থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন সভা, সমাবেশ, ও সামাজিক অনুষ্ঠান করছে। এরই ধারাবাহিকতায় গেল ১০ নভেম্বর লংআইল্যান্ডের ভ্যালি স্টিমে সংগঠনটির নয়া গঠিত কমিটির পক্ষ থেকে গেট টুগেদার ও বারবিকিউ পার্টি করা হয়েছে।

সংগঠনের নয়া গঠিত উপদেষ্টা ও কার্যকরী কমিটির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নির্বাহী সদস্য আব্দুল লতিফ সম্রাট, সংগঠনের প্রধান উপদেষ্টা রিটা রহমান।

আয়োজনটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আহমেদ সোহেল। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সহ-সভাপতি জামাল আহমেদ জনি ও আনোয়ার হোসেন আনোয়ার, সাংবাদিক তাসের মাহমুদ, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ বাসেত, উপদেষ্টা আহমেদ ইফতেখার, ঢাকার প্রাক্তন মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র ইসফাক হোসেন, রাজনীতিবিদ মিজান চোধুর, কুইন্স কাউন্টি ডিস্ট্রিক্ট জাজ সোমা সায়েদ, মোহাম্মদ শফি, মোহাম্মদ আনিসুল ইসলাম জাসির, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ ও মোহাম্মদ সুরুজ্জামান, রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর, উপদেষ্ট কিউ জামান, রাজনীতিবিদ সায়েদুল হক ও মোস্তাক আহমেদ, বাংলাদেশ সোসাইটির সদ্য নির্বাচিত কোষাধ্যক্ষ মফিজুল ভূইয়াঁ রুমি, রাজনীতিবিদ মোহাম্মদ হোসেন ও রেজোয়ানা সেতু, যুগ্ন আহ্বায়ক আবুল বাশার ও আব্দুল হামিদ সোহেল, সাংবাদিক মনোয়ারুল ইসলাম ও তার সহধর্মিনী আফরোজা ইসলাম, যুগ্ন সদস্য সচিব এ আউয়াল ও সাইদুল ইসলাম রিয়াদ।

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন নুরুল হক, মেহেরুন নাহার মাজেদা, জিয়াউল হক জিয়া, জালাল উদ্দিন, হাবিবুল বাহার, রাজু আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার করে বাংলাদেশে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন