শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার জমজমাট বনভোজন

শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকা ইনকের বার্ষিক বনভোজন সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের বিভিন্ন ব্যুরো থেকে আসা প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসী ও প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতারাসহ প্রায় সাড়ে পাঁচ শতাধিক লোকের সমাগম ঘটে বনভোজন স্থানে।

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার প্রধান উপদেষ্টা সহিদুর রহমান, আহ্বায়ক মোহাম্মদ শাহ মোয়াজ্জ্বেম, প্রধান সমন্বয়কারী আইয়ুব চৌধুরী হারুন, সমন্বয়কারী নোয়াব মিয়া, মো. রহিজ উদ্দিন, সদস্য সচিব শাহীনুর রহমান সানী, মো. আনার খান, সভাপতি আনোয়ার হোসেন তালুকদার স্বপন ও সাধারণ সম্পাদক সাকিরুল ইসলাম খান সাকির, যুগ্ম আহ্বায়ক মো. নাছিম হাসান, যুগ্ম সদস্য সচিব মো. আরিফ মিয়া ও রেজাই-ই-রাব্বি মো. তুহিন মিয়া ও মো. মারুফুল হক চৌধুরী, আসমা জাহান কলি বনভোজনে ২০২৪ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আবু মূসা খাঁন, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সাধারণ সম্পাদক ফখরুল আলম, ব্যবসায়ী গিয়াস উদ্দিন ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির প্রাক্তন সভাপতি শফি উদ্দিন কামাল, কমিউনিটি এক্টিভিস্ট রাজু আহমেদ মোবারক, ল’অফিস অব সারভেজ এন্ড প্যারেজের প্যারালিগাল মোহাম্মদ আলী, মার্কস হোম কেয়ারের স্বত্বাধিকারী আমির হোসেন কামাল, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি অব ইউএসএর সভাপতি আয়েজ মো. রানা, প্রাক্তন সভাপতি সেলিম পাঠান, আব্দুল হাকিম, এইচএম ইকবাল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সহ সভাপতি তৈমুর রেজা, কসবা উপজেলা সোসাইটির সভাতি মো. ফরহাদ উদ্দিন ও প্রাক্তন সভাপতি এমদাদুল হক, নূরুল আনোয়ার, মুতাহের বক্স চৌধুরী প্রমুখ।

বনভোজন ছিল বিভিন্ন আনন্দদায়ক ও বিনোদনমূলক ইভেন্ট। ছোট বড় বালক-বালিকাদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি। বনভোজনের প্রধান আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। প্রায় ১৫টি পুরুস্কার ছিল র‌্যাফেল ড্র তে।

সুস্বাদু খাদ্য খেয়ে বনভোজনে উপস্থিত অতিথিরা প্রশংসা করেন। বিকালে ঝালমুড়ি, চা ও আইসক্রিম দিয়ে অতিথিদেরকে আপ্যায়ন করা হয়।

সিএন/আলী

Views: 1

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন