শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

শিরোনাম

নিউইয়র্কে মসজিদের নেতা-ইমাম-কমিউনিটি সদস্যদের আলোচনা সভা

বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬

প্রিন্ট করুন

নিউইয়র্কে মুসলিম নেতৃত্বের ঐক্য ও সম্মিলিত উদ্যোগ জোরদার করতে এক ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করেছে ইউনাইটেড মাসজিদ আন্ড মুসলিম এডমিনিস্ট্রেশন হাব অব নিউইয়র্ক (উম্মাহ এনওয়াই)। শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত ‘মসজিদ লিডারস অ্যাসেম্বলি’ শীর্ষক আলোচনা সভায় শহরের বিভিন্ন বরোর মসজিদের ইমাম, বোর্ড সদস্য, যুব পরিচালক ও কমিউনিটি পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন।

অনুষ্ঠানটি আয়োজন করা হয় কমিউনিটি স্বাস্থ্য ও সেবামূলক উদ্যোগ মাসকেয়ার-এর সহযোগিতায়। এতে মুসলিম কমিউনিটিকে শুধু আধ্যাত্মিক নয়, সামাজিক ও মানসিক দিক থেকেও সমন্বিতভাবে সেবা দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সেইসাথে ধর্মপ্রচার ও প্রসারে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে সামাজিক ন্যায়বিচার, নাগরিক অংশগ্রহণ ও যুব উন্নয়নসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মসজিদ নেতৃত্বের মধ্যে কৌশলগত সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। এতে বক্তারা বলেন, টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে কমিউনিটির ভেতর থেকেই নেতৃত্ব ও উদ্যোগ আসতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, আমাদের সংখ্যা, প্রতিভা, আগ্রহ সবই আছে। এখন দরকার সমন্বয়। এই সমাবেশ সেই পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এমন সভা-সমাবেশ পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়। এমন আয়োজন একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিয়মিতভাবে এ ধরনের আলোচনা ও সমন্বয় সভা আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিউইয়র্কের মুসলিম কমিউনিটিকে আরও সংগঠিত ও শক্তিশালী করা সম্ভব হবে।

আয়োজকরা জানান, নিউইয়র্কে বর্তমানে এক মিলিয়নেরও বেশি মুসলিম জনগোষ্ঠী বসবাস করছে এবং এখানে চার শতাধিক মসজিদ রয়েছে। যেখানে প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান ধর্মচর্চা করেন। এ ধরনের সমন্বিত আয়োজনের মাধ্যমে মসজিদভিত্তিক মুসলিম নেতৃত্ব আরও সুসংহত ও কার্যকর হয়ে ওঠে, যা কমিউনিটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন