সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

বৃহস্পতিবার, জুলাই ১৫, ২০২১

প্রিন্ট করুন
1 4

বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের মৃত্যুবার্ষিকী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
গত ১৩ জুলাই মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটের পালকি সেন্টারে এই মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। শুরুতে মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগম এবং মাইটিভির গণমুখী জনপ্রিয়তা নিয়ে আলোকপাত করা হয়। বক্তারা বলেন, ওমেদা বেগম মাইটিভি প্রতিষ্ঠার কারণে কয়েকশ সংবাদ কর্মী ও বাণিজ্যিক কর্মকর্তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। তার কর্মের মাধ্যমে ওমেদা বেগম বেঁচে থাকবেন হাজারো বছর। আলোচনা শেষে তাঁর বিদেহী রুহের মাগফেরাত কামনা ও তাঁকে জান্নাত দেয়ার জন্য আল্লাহর দরবারে উপস্থিত সকলে বিশেষ মোনাজাত করেন। মাইটিভির নিউইয়র্ক প্রতিনিধি  মল্লিকা খান মুনার সূচনা বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এতে সঞ্চালনা করেন খবর ডট কম সম্পাদক মশিউর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াই ইনস্যুরেন্স ও গোল্ডেন এইজ হোমকেয়ারের সিইও শাহ নেওয়াজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, নন্দিত কণ্ঠশিল্প বেবী নাজনীন, কন্ঠশিল্পী রানো নেওয়াজ, এর্টনী মিজানুর রহমান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনজুরুল হক, সরদার হক, মোঃ খালিদ, জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, সপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, শোটাইম মিউজিক সিইও আলমগীর খান আলম, কণ্ঠশিল্পী কামরুজ্জামান বকুল, নিউইর্য়ক লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক সাইফুল খান, গ্লোব ও জনকন্ঠ গ্রুপের লিগ্যাল এডভাইজার সাদিয়া খান ইরা, কণ্ঠশিল্পী মোস্তফা অনিক রাজ, আজকালের মার্কেটিং ম্যানেজার আবু বকর সিদ্দিক, সংবাদ কর্মী পাপিয়া বেগম, মাইটিভির ক্যামেরা পার্সন পাহলবি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন