বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে শীত বস্ত্র বিতরণ এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির

বুধবার, নভেম্বর ৮, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গেল ২৯ অক্টোবর এস্টোরিয়ায় মাইগ্র্যান্ট ও এসাইলাম সেইকারসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের মাঝে বিনামূল্যে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের সঞ্চালনায় ও সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, সালেহ চৌধুরী, সহ-সভাপতি কয়েস আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সদস্য ফয়ছল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট শমশের আলী, কুইন্স বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা তোফায়েল চৌধুরী।

এ আয়োজনে স্পন্সর ছিলেন ‘অ্যাপেলো ইন্সুরেন্স ব্রোকার্স’র শমসের আলী।

জাবেদ উদ্দিন জানান, প্রায় ৪০০ লোকের মাঝে ফ্রি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

তিনি জানান, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক পরিবারের মধ্যে গ্রোসারি সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন জাবেদ ‍উদ্দিন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন