শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

‘নিউইয়র্কে সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ‘সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন ও সমাবেশে গেল ৮ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর আবু জাফর মাহমুদ। সন্দ্বীপের ছয় শতাধিক নারী, পুরুষ ও শিশু বনভোজনে অংশ নেন।

সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদের সভাপতি একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমান রিপনের পরিচালনায় এতে বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক শাফায়েত হোসেন সাফা ও সদস্য সচিব ওয়ালিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মনিরুল ইসলাম, সমন্বয়ক মাকসুদার রহমান, শফিউল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

বনভোজনের সমাবেশে আবু জাফর মাহমুদ বলেন, ‘আমরা সন্দ্বীপবাসী। দ্বীপের মানুষ দ্বীপের সমাজকে বিকশিত করেছে। দ্বীপের বিশেষ বৈশিষ্টময় সামাজিকতা লালন করে চলেছে। পৃথিবীর যে কোন অঞ্চল অথবা সমতলভূমির মত দ্বীপাঞ্চলের পারিবারিক সম্পর্ক ও জীবনাচারে অনেক পার্থক্য রয়েছে। এ পার্থক্যটা না বুঝে দ্বীপের সমাজ বিশ্লেষণ করতে গেলে সেখানে ভুলের সম্ভাবনা বেশি। সন্দ্বীপে প্রতিটি পরিবার ধনী মধ্যবিত্ত বা নিম্নবিত্ত একে অন্যে বংশানুক্রমিকভাবে আত্মীয়। বংশানুক্রমিক রক্তের ধারায় প্রতিটি পরিবারের সামাজিক মূল্যবোধের মধ্যে অভিন্নতা পাওয়া যায়। শহর, নগর বা অপরাপর এলাকায় পরিবার ও সমাজের সাথে দ্বীপের বাস্তবতা ভিন্ন।’

বনভোজনে ছেলে-মেয়েদের জন্য ছিল আলাদা ক্রীড়া প্রতিযোগিতা। ছিল মধ্যাহ্নভোজের বাইরেও দফায় দফায় রকমারি খাবারের আয়োজন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন