উত্তর আমেরিকা অফিস: নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এ কর্মরত চার বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তার পদোন্নতিতে কমিউনিটিতে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস ও গর্ব। ২৭ জুন (শুক্রবার) এনওয়াইপিডির হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে কমিশনার জেসিকা টিশ তাদের হাতে পদোন্নতির সনদ তুলে দেন।
সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন মোশারফ হোসেন ভূঁইয়া ও মারুফ উদ্দিন। অন্যদিকে, অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার (লেভেল-I) পদে পদোন্নতি পেয়েছেন এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম।
পদোন্নতির আগে মোশারফ হোসেন ভূঁইয়া PSA-3-এ কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার সন্তান এবং বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে আউটসাইড ক্যাডেট হিসেবে যোগ দিয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ নেন। কর্মজীবনে তিনি মানিকগঞ্জ জেলা ও ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি নিউ ইয়র্কে পাড়ি জমান এবং ২০১৭ সালে এনওয়াইপিডিতে পুলিশ অফিসার হিসেবে যুক্ত হন।
ব্যক্তিগত জীবনে মোশারফ ভূঁইয়া দুই সন্তানের জনক। তার স্ত্রী ফারজানা ইয়াসমিন কুইন্স নর্থে এনওয়াইপিডির ট্রাফিক এজেন্ট হিসেবে কর্মরত।
পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মকর্তাদের পরিবার-পরিজন ও প্রিয়জনেরা। বাপা’র (বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন) মিডিয়া লিয়াজন ডিটেকটিভ জামিল সরোয়ার জানান, পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এ অর্জন শুধু ব্যক্তি নয়, গোটা বাংলাদেশি কমিউনিটির গর্ব বলে তিনি মন্তব্য করেন।
বাপা’র প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক এক বিবৃতিতে নবপদোন্নত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তারা বলেন, “এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর লেফটেন্যান্ট শেখ আহমেদ, ট্রাস্টি অফিসার সোনিয়া বড়ুয়া, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন