সিএন প্রতিবেদন: এই সপ্তাহে কুইন্সের উইলেটস পয়েন্টে পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একইসঙ্গে, সিটি কাউন্সিল এই সপ্তাহে ‘সিটি অব ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ প্রস্তাব নিয়ে ভোট দেবে।
সোমবার (২ ডিসেম্বর) কমিউনিটি অপ-এডে সিটি মেয়র এরিক অ্যাডামস এ কথা জানিয়েছেন।
উইলেটস পয়েন্টে পুনর্গঠনের কাজটি শহরের গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় একটি উদ্যোগ যা ১০০ শতাংশ সাশ্রয়ী আবাসন প্রকল্প সরবরাহ করবে। পাশাপাশি নতুন, টেকসই অবকাঠামো, ২০,০০০ বর্গফুটের বেশি খুচরা স্থান, ২৫০-কক্ষের একটি হোটেল, এবং নিউইয়র্ক সিটি ফুটবল ক্লাবের জন্য প্রথম বিশেষায়িত স্টেডিয়াম তৈরি করবে।
অন্যদিকে, ‘সিটি অব ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি পাড়ায় আরও বেশি বাড়ি নির্মাণের সুযোগ তৈরি হবে। এর ফলে শহরে নতুন সাশ্রয়ী আবাসন তৈরি হবে, যার মধ্যে প্রবীণ, পরিবার, তরুণ প্রজন্ম, গৃহহীন মানুষ এবং প্রতিবেশীদের জন্য আবাসন অন্তর্ভুক্ত থাকবে। এটি সেই দীর্ঘস্থায়ী আবাসন সংকট মোকাবিলা করতে সহায়ক হবে, যা অনেক নিউইয়র্কারের জীবনযাপনকে অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল করে তুলেছে।
অ্যাডামস্ বলেন, ‘আমরা ইতোমধ্যে এমন বাড়িগুলি তৈরি করেছি যা কর্মজীবী মানুষ, পরিবার, অভিবাসী এবং তরুণদের জন্য প্রয়োজন। পরপর রেকর্ড-বছরে আমরা প্রায় ২৯,০০০টি সাশ্রয়ী এবং জনসাধারণের জন্য বাসস্থান ইউনিট নির্মাণ করেছি। এ বছর আমরা শ্রম সংগঠনের অংশীদারদের সঙ্গে দুটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছি, যা আমাদের আরও দ্রুত এবং বেশি নির্মাণ করতে সহায়তা করেছে। এই চুক্তিগুলি নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির বাসিন্দা বা নিম্ন-আয়ের এলাকা থেকে আসা নিউইয়র্কারদের জন্য ভালো বেতনের কর্মজীবন এবং শিক্ষানবিশ সুযোগ তৈরি করেছে।’
অ্যাডামস্ প্রশাসন দায়িত্বের প্রথম দিন থেকেই শ্রমজীবী নিউইয়র্কারদের জন্য নিউইয়র্ক সিটিকে আরও সাশ্রয়ী করে তুলতে কাজ করে যাচ্ছে। অ্যাডামস্ বলেন, ‘নিউইয়র্ক শহরের শ্রমজীবী মানুষই আমাদের শহরের মেরুদণ্ড; তারা আমাদের শহরকে নিরাপদ, স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন রাখে এবং বিশ্বের সেরা শহরটিকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। এই নিবেদিতপ্রাণ কর্মীরা তাদের নিজেদের, তাদের সন্তান এবং পরিবারের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ পাওয়ার যোগ্য। এর মধ্যে রয়েছে ভালো বেতনের চাকরি, সাশ্রয়ী বাসস্থান, এবং তাদের সন্তানদের জন্য বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করা। আমরা এটি অর্জন করেছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যা নিউইয়র্কারদের জন্য $৩০ বিলিয়নের বেশি সঞ্চয় করেছে। এর মধ্যে রয়েছে ‘আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট,’ যা পরিবারগুলো এবং শ্রমজীবী মানুষের জন্য অতিরিক্ত অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি করে, যাতে তারা মুদি খরচ, বিল এবং ভাড়ার জন্য সহজে অর্থ প্রদান করতে পারে। আমরা বিগ অ্যাপল কানেক্ট প্রোগ্রামের মাধ্যমে পাবলিক হাউজিং-এর বাসিন্দাদের বিনামূল্যে হাই-স্পিড ইন্টারনেট এবং বেসিক টিভি পরিষেবা প্রদান করেছি এবং ৫ লক্ষ নিউইয়র্কারের জন্য চিকিৎসা ঋণ মওকুফ করার পথে এগিয়ে চলেছি, যা তাদের প্রায় $১.৮ বিলিয়ন সঞ্চয় করতে সহায়ক হবে।’
এছাড়াও অ্যাডামস্ প্রশাসন ‘ফিউচাররেডি এনওয়াইসি (FutureReadyNYC) প্রোগ্রামটি সম্প্রসারণ করেছে, যা পাবলিক স্কুলের শিক্ষার্থীদের বাস্তব কর্মজীবনের সার্টিফিকেট সহ, কাজের অভিজ্ঞতা এবং ভালো বেতনের ক্যারিয়ার গড়তে সুযোগ করে দিবে। এখন আরও ৩৬টি স্কুল এই প্রোগ্রামে যুক্ত হচ্ছে, যার ফলে এটি শহরের পাঁচটি বরোর মোট ১৩৫টি স্কুল পর্যন্ত পৌঁছে যাবে। এর মাধ্যমে মোট ১৫,০০০ শিক্ষার্থী প্রযুক্তি, শিক্ষা, ব্যবসা ও অর্থনীতি, এবং স্বাস্থ্যসেবার মতো ক্ষেত্রে বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
অ্যাডামস্ বলেন, ‘আমি নিজে একজন সিঙ্গেল মায়ের সন্তান, যিনি আমাদের পরিবারকে সমর্থন দিতে একাধিক চাকরি করতেন। আমি জানি অনেকেই এই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। এটাই আমাকে অনুপ্রাণিত করে এবং আমি নিশ্চিত হতে চাই যে, পরিশ্রমী নিউইয়র্কাররা আমার মতোই এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। আমরা নিউইয়র্ক সিটিকে সবার জন্য সাশ্রয়ী রাখতে চাই, যাতে এই শহরে প্রত্যেক নিউইয়র্কার তাদের স্বপ্ন পূরণ করতে পারে।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন