নিউইয়র্ক সিটি ও হাডসন ভ্যালি এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাতের অভাব এবং পানির স্তর উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজ্যের ১৫টি কাউন্টিতে খরা সতর্কতা জারি করা হয়েছে। গভর্নর ক্যাথি হোকুল সোমবার এই ঘোষণা দিয়ে নাগরিকদের পানি সাশ্রয়ের আহ্বান জানান।
ব্রঙ্কস, ডাচেস, কিংস, ওয়েস্টচেস্টারসহ অন্তর্ভুক্ত কাউন্টিগুলোর বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত যারা ব্যক্তিগত ভূগর্ভস্থ পানির কূপের ওপর নির্ভরশীল, তাদের পানি ব্যবহারে আরও সংযমী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, বর্তমানে নিউইয়র্কের জলাধারগুলো ৬০ শতাংশ ক্ষমতায় রয়েছে। যেখানে স্বাভাবিক মাত্রা হওয়া উচিত ৮০ শতাংশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা এই সংকট নিরসনে যথেষ্ট নয়। খরা পরিস্থিতি মোকাবিলায় সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে পানির ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে। সাবওয়ে এবং অন্যান্য গণপরিবহন ধোয়ার হার প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। নাগরিকদেরও ফুটো পাইপ ও ফিক্সচার মেরামত, অপ্রয়োজনীয় পানি অপচয় রোধ এবং গাছপালায় পুনর্ব্যবহৃত পানি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটি প্রতিদিন প্রায় ১ বিলিয়ন গ্যালন পানি ব্যবহার করে। পরিস্থিতির উন্নতি না হলে ভবিষ্যতে খরার জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে। পানি সাশ্রয় এবং খরা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নাগরিকদের সরকারি ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেন, নিউইয়র্কের অনেক অঞ্চলে অসময়ে উষ্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাতের অভাবে শুষ্ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার ফলে আমরা বর্তমানে খরা সতর্কতার আওতায় আছি। এই খরা পরিস্থিতি আমাদের পানির সরবরাহে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেসব অঞ্চলে ভূগর্ভস্থ পানির কূপ ব্যবহৃত হয়, সেখানে পানি সাশ্রয়ের প্রয়োজন আরও বেশি। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে।
গভর্নর হোকুল এই সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে একযোগে কাজ করার কথা উল্লেখ করেন এবং নাগরিকদের প্রতি আরও সচেতনতার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের শহরের সেবা এবং পরিষেবাগুলোর পাশাপাশি গণপরিবহণের জল ব্যবহারে কমিয়ে আনার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের প্রত্যেকেরই যদি নিজ নিজ পর্যায়ে পানি ব্যবহারে সাশ্রয়ী হই তবে আমরা এই খরা পরিস্থিতি সহজে মোকাবেলা করা সম্ভব হবে।
Views: 4
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন