সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক সিটিতে বন্দুক সহিংসতা প্রতিরোধের আশ্বাস সেওয়েলের

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৬, ২০২১

প্রিন্ট করুন
7463 1

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বেড়েছে বন্দুক সহিংসতার ঘটনা। প্রতিদিন খবর মিলছে বন্দুকধারীর হামলায় নিহতের ঘটনা। আর এই নিয়ে যেমন শঙ্কায় রয়েছেন শহরের জনগণ ঠিক উদ্বিগ্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 
নব নির্বাচিত মেয়র এরিক এডামস শহরকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলার ঘোষণার পর এবার নব নিযুক্ত পুলিশ কমিশনার কিচ্যান্ট সেওয়েল শহরের বন্দুক সহিংসতা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান সিটির নব নিযুক্ত পুলিশ কমিশনার। 

সেওয়েল বলেন, শহরের বর্তমান পরিস্থিতি অগ্রহনযোগ্য। প্রতিদিন ঘটছে বন্দুক হামলার ঘটনা।  দায়িত্ব গ্রহণের সাথে সাথে আমরা নিউইয়র্ক সিটিতে বন্দুক সহিংসতা মোকাবেলার পরিকল্পনা করছি। কারা এই বন্দুক হামলার সাথে জড়িত বা কোথা থেকে তারা অস্ত্রের জোগান দিচ্ছে আমরা সেসব খুঁজে বের করার পরিকল্পনা করছি। 

তিনি বলেন, আমার নতুন দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি চাই শহরকে মানুষের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলছে। যাতে শহরের মানুষ শঙ্কাহীনভাবে চলাফেরা করতে পারে। আর এজন্য পুলিশ এবং জনসাধারণের মধ্যে সম্পর্ক থাকা জরুরি। 

এইদিকে নিউইয়র্ক সিটির বর্তমান অপরাধের চিত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, শুধু খুন নয়, যুক্তরাষ্ট্রে অস্ত্র কেনা-বেচার পরিমাণ আগের চেয়ে বেড়েছে। অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের ঘটনা। আর এসবের লাগাম টেনে ধরতে দরকার পরিকল্পিত ব্যবস্থা। যদি শহরের নতুন পুলিশ প্রধান তার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেন তবে তা সাধারণ জনগণের জন্য বড় পাওয়া হবে বলেও তারা মন্তব্য করেন। 

এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সিটি মেয়র এরিক এডামস শহরের নতুন পুলিশ কমিশার হিসেবে সেওয়েলকে পরিচয় করিয়ে দেন। যিনি পুলিশ কমিশনার হিসেবে সিটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

এ সময় এডামস বলেছিলেন, নিউইয়র্কবাসী একজন বুদ্ধিমান পুলিশ কমিশনার পেয়েছেন। যার মাধ্যমে শহরের অপরাধ নিয়ন্ত্রণে আসবে। সেই সাথে মেয়েদের অধিকার আদায় ও তাদের শক্তিবৃদ্ধিতে সহায়তা করবে। 

প্রসঙ্গত, কিচ্যান্ট সেওয়েল নাসাউ কাউন্টির গোয়েন্দাদের প্রধান হিসাবে কাজ করছেন। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর  প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা হিসেবে গোয়েন্দাদের প্রধান নিযুক্ত হন। তার বয়স ৪৯ বছর। তিনি এফবিআই জাতীয় একাডেমি থেকে স্নাতক অর্জন করেছেন।  

আইআই /

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন