সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কের পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক

শনিবার, ডিসেম্বর ১১, ২০২১

প্রিন্ট করুন
61196e05c040ad0018ce6479

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর থেকে এর পাদুর্ভাব নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সকল পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। 
শুক্রবার (১০ ডিসেম্বর) সিটি গভর্নর ক্যাথি হোচুল এক বিবৃতিতে এ ঘোষণা দেন। যা আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।এছাড়া নিউ মেক্সিকো, নেভাদা, হাওয়াই সহ বেশ কয়েকটি রাজ্যের ইতিমধ্যেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। 

ক্যাথি হোচুল বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটির সকল মানুষের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যে স্থানগুলোতে ভ্যাকসেনির সনদ দেখানো প্রয়োজন হবে না সেখানে মাস্ক না পরলে ১ হাজার ডলার জরিমানা ও ফৌজদারি দন্ডে দন্ডিত হতে হবে। 

গভর্নর বলেন, নিউ ইয়র্কবাসীদের স্বাস্থ্য রক্ষা করা এবং আমাদের অর্থনীতির চাকা সচল রাখা আমার লক্ষ্য। আজকে আমি যে সাময়িক ব্যবস্থা নিচ্ছি তা ছুটির মৌসুম নিরাপদে কাটাতে সাহায্য করবে। এছাড়া শীতকালীন করোনা ঢেউ প্রতিরোধ করবে। 
এসময় তিনি সিটির অধিকাংশ নাগরিক করোনা ভ্যাকসিন নেওয়ায় তাদের ধন্যবাদ জানান এবং করোনা সুরক্ষা মেনে চলার আহ্বান জানান।

প্রসঙ্গত, নিউইয়র্কে গেলো এক সপ্তাহে প্রায় ৬৮০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে সিটিতে ৪২০০ এবং লং আইল্যান্ডে ২ হাজার করোনা শনাক্ত হয়েছে। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন