নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানীকে পরামর্শ দিয়েছেন জে পি মরগান চেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডিমন। তিনি বলেছেন, মেয়র মামদানী ডেট্রয়েটের মেয়র মাইক ডুগানের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন।
বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিমন বলেন, ডুগান একটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শহরকে আধুনিক নগরীতে রূপ দিয়েছেন। নিউইয়র্কের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে ডুগানের অভিজ্ঞতা মেয়র মামদানীর জন্য সহায়ক হতে পারে।
ডিমনের এই মন্তব্যের আগে মেয়র মামদানী এক সংবাদ সম্মেলনে জানান, তিনি জেমি ডিমনের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে আছেন।
ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান একজন ডেমোক্র্যাট এবং আগামী বছর মিশিগানের গভর্নর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেট্রয়েট যখন ভয়াবহ সংকটে জর্জরিত ছিল, তখন যেসব ব্যবসায়ী ও কোম্পানি বিনিয়োগ করেছিল, তাদের মধ্যে ডিমন অন্যতম ছিলেন।
মেয়র ডুগান বলেন, ‘আমি এমন এক সময়ে জেমি ডিমনকে আলিঙ্গন করেছিলাম, যখন অনেকে বলেছিল এটি রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু জে পি মরগান নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন ও কর্মসংস্থান কর্মসূচি হাতে নিয়ে মানুষের মন জয় করেছে।’
জে পি মরগান সম্প্রতি জানিয়েছে, ডেট্রয়েটে তাদের বিনিয়োগ এখন ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ব্যাংকটির প্রধান অফিস হাডসনস ডেট্রয়েটে স্থানান্তরিত হচ্ছে, যা শহরের নতুন ডাউনটাউন কমপ্লেক্সে অবস্থিত।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন