নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির একটি পাতাল রেল প্ল্যাটফর্মে একজন মহিলাকে (২১) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্কের অষ্টম এভিনিউতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভুক্তভোগী একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় অভিযুক্ত তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে একাধিক স্টেশনে নিয়ে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগীর বরাত দিয়ে নিউইয়র্ক সিটি পুলিশ আরও জানিয়েছে, আক্রমণকারী মুখে দাঁড়ি আছে। তার কপালে কালো দাগ রয়েছে।
আইআইস/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন