নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের টাইমস স্কোয়ারে ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে শুক্রবার (৩১ ডিসেম্বর) সিটির ১১০তম মেয়র হিসেবে শপথ নেবেন এরিক এডামস। তিনি নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে শপথ নিবেন।দ্বিতীয় মেয়াদে নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্বরত বিল দে ব্লাজিওর স্থলাভিষিক্ত হবেন এরিক।
এডামস শনিবার (১ জানুয়ারি) রাতে ব্রুকলিনের কিংস থিয়েটারে একটি উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে এটি বাতিল করা হয়েছে। এডামস বলেন, তিনি সংবর্ধনা অনুষ্টান পরো আয়োজন করবেন।
এডামস রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে হারিয়ে নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হোন। এর আগে তিনি দেশটির সাবেক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তা ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ছিলেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহারটি পরিচালনার জন্য দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান হিসেবে শপথ নেবেন তিনি। নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন ডেভিড ডিনকিনস। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল দায়িত্ব পালন করেছেন। প্রায় ৩০ বছর পর আবারও কৃষ্ণাঙ্গ মেয়র পেলো নিউইয়র্কবাসী।
এরিক এডামসের জন্ম ১৯৬০ সালে কুইন্সের এক শ্রমজীবী পরিবারে। তার মা ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। আর বাবা কসাই হিসেবে কাজ করতেন। এরিক কিশোর বয়সে একটি অপরাধী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। ১৫ বছর বয়সে তিনি গ্রেপ্তার হন। নিউইয়র্ক পুলিশের দুই সদস্য তাঁকে মারধরও করেছিলেন তখন। আর সে সময় থেকেই নিউইয়র্ক পুলিশে যোগ দেওয়ার সংকল্প করেন এ কৃষ্ণাঙ্গ। ১৯৮০–র দশকের মাঝামাঝি পুলিশে যোগ দেন তিনি। এরপর ২২ বছর দায়িত্ব পালন করেছেন।
১৯৯৫ সালে এরিক এডামস পুলিশি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালাতে ‘হান্ড্রেড ব্ল্যাকস ইন ল এনফোর্সমেন্ট হু কেয়ার’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এটি এখনো বহাল আছে। ২০০৬ সালে এডামস অবসরে যান এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করেন। ২০১৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। এরপর তিনি ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর তখন থেকেই তিনি নিউইয়র্ক সিটির মেয়র হওয়ার স্বপ্ন দেখতে থাকেন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন