করোনাকালে জারিকৃত অভিবাসন আইন টাইটেল ৪২-এর মেয়াদ শেষ হওয়ার পর নিউইয়র্কসহ পুরো যুক্তরাষ্ট্রে স্রোতের বেগে প্রবেশ করেছে অভিবাসনপ্রত্যাশীরা। আর বাহির থেকে আসা এসব মানুষদের দ্রুত চাকুরি বা কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র এরিক এডামস।
সোমবার (২২ মে) এক প্রতিবেদনে এসব বিষয় জানায় এবিসি নিউজ। এডামস ছাড়াও নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল একই আহ্বান জানিয়েছেন।
এডামস বলেন, আশ্রয়প্রার্থীদের সারা দেশে স্থানান্তরিত করা হয়। এটি কোনও একটি শহরের বোঝা নয়। তাদের দ্রুত কাজের ব্যবস্থা করা হোক। তাহলে সমস্যা মিটে যাবে।
তিনি আরও বলেন, ফেডারেল সরকার কয়েকটি ভিন্ন উপায়ে কাজের অনুমোদন ত্বরান্বিত করতে পারে। তারা উচ্চ সংখ্যক আশ্রয়প্রার্থীকে তার যোগ্যতার মেয়াদ বাড়িয়ে টিপিএস সুরক্ষা অ্যাক্সেস করার অনুমতি দিতে পারে বা তারা মানবিক প্যারোলে অ্যাক্সেস সরবরাহ করতে পারে।
এডামস আরও বলেন, বাইডেন প্রশাসন এই শঙ্কট উত্তোরণে যে বরাদ্দ দিয়েছে তা যথেষ্ট নয়। আমরা ১ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছি। আমরা প্রায় ৪.৩ বিলিয়ন খরচ করার অনুমান করছি। আপনি যখন মূল্য ট্যাগটি দেখেন, তখন এই শহরটি একটি জাতীয় সমস্যার জন্য যে অর্থ প্রদান করছে তার কাছাকাছি ৩০ মিলিয়ন আসে না।
মেয়রের কার্যালয় বলেছে শহরটি ৪১ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থীকে আশ্রয় দিতে ১৫০টিরও বেশি হোটেল ব্যবহার করছে। মার্কিন সামরিক এবং আশ্রয়প্রার্থীরা এখন লং আইল্যান্ড সিটির হলিডে ইন-লাগার্ডিয়া ওয়েস্টে রয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১১ মে) রাতে টাইটেল ৪২ আইনের মেয়াদ শেষ হয়। এরপর থেকে সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদেন ঢল নামে। বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে থাকে তারা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন