সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে ওমিক্রনে আক্রান্ত ৫ রোগী শনাক্ত

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
image 491981 1638002306 1

নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্ক ফেরত মিনেসোটায় এক ব্যক্তির দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের পর এবার নিউইয়র্কে নতুন করে আরো পাঁচজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) সন্ধ্যায় মেয়র বিল ডি ব্লাসিওর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনের সময় গভর্নর ক্যাথি হচুল এ তথ্য জানান।

নিউইয়র্কে শনাক্ত হওয়া ওই পাঁচজন ব্যক্তির একজন দক্ষিণ আফ্রিকা ফেরত ৬৭ বছর বয়সী মহিলা। এছাড়া কুইন্সে দুজন এবং ব্রুকোলিনে একজন। অপরজনের পরিচয় পাওয়া যায় নি। 

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিওর বলেন, ভাইরাসটির নতুন ধরণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের উচিত আতঙ্কিত না হয়ে টিকা গ্রহণ করা। শারীরিক সমস্যা দেখা দিলে পরীক্ষা করে সতর্ক থাকা। 

এর আগে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য করোনার ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হয়। মিনেসোটা ডিপার্টমেন্ট অফ হেলথ জানিয়েছে,  লোকটি সাম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভ্রমণ করেছে। গত ১৮-২০ নভেম্বর সিটির জাভিটস সেন্টারে আয়োজিত এক কনভেনশনে যোগ দেন তিনি। যেখানে প্রায় ৫৩ হাজার লোক অংশগ্রহণ করে। আর তারা প্রত্যেকেই রয়েছেন সংক্রমণের ঝুঁকিতে। 

ওমিক্রন শনাক্ত ওই ব্যক্তি করোনার টিকাপ্রাপ্ত। তিনি হেনেপিন কাউন্টিতে বসবাসকারী। গত ২২ নভেম্বর তার দেহে করোনার কিছু লক্ষণ দেখা দিলে ২৪ নভেম্বর করোনা পরীক্ষা করা হয়। পরে বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসে। 

এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। ওই ব্যক্তি ২২শে নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সোমবার ২৯ নভেম্বর তার করোনা পজেটিভ আসে। 

এদিকে ওমিক্রন নিয়ে গেলো সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ওমিক্রন কোন আতঙ্কের কারণ নয় বরং ওমিক্রন প্রতিরোধ করতে দরকার সচেতনতা।  আমাদের এই নতুন হুমকির মুখোমুখি হতে হবে যেমনটি আমরা এর আগে করে এসেছি। ওমিক্রন উদ্বেগের বিষয় হলেও লকডাউনের প্রয়োজনীয়তা নেই। 

এছাড়া আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন ও প্রতিরোধ কেন্দ্রের এক নির্দেশনায় এয়ারলাইন্সগুলোকে আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আনা যাত্রীদের নামের তালিকা আগেই সরবরাহের কথা বলা হয়েছে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগজনক ভেরিয়েন্ট হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন