নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রনের প্রভাবে বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাজুক পরিস্থিতি সৃষ্টি হলেও সম্প্রতি তার কিছুটা উন্নতি হয়েছে। রাজ্যজুড়ে কমেছে করোনা শনাক্তের হার।
স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে আগের দিনের করোনা পরীক্ষা ও শনাক্তের হার তুলে ধরেন গভর্নর ক্যাথি হোচুল।
তিনি বলেন, শুক্রবার রাজ্যজুড়ে ১ লক্ষ ৭৭ হাজার ৮২৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে কেবল ৩ হাজার ৫০ জনের দেহে। যা শতকরা হিসেবে ১ দশমিক ৭২ শতাংশ । আর গত এক সপ্তাহের গড় হিসেবে শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। এদিন মারা গিয়েছেন ২০ জন।
হোচুল বলেন, করোনা শনাক্তের হার কমার সাথে সাথে নিউইয়র্কে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। শুক্রবার শহরের হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ছিলো ২ হাজার ৭৪৫ জন। যা ২৭ নভেম্বরের পর সর্বনিম্ন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন