রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে কর্মীদের কাজে ফেরাতে সাপ্তাহে তিন কর্মদিবসের প্রস্তাব মেয়রের

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
Untitled design 52 1

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শহরের প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম সচল রাখতে হিমশিম খাচ্ছে। আর এর থেকে পরিত্রান পেতে সাপ্তাহে তিন কর্মদিবস রাখার প্রস্তাব দিয়েছেন সিটি মেয়র এরিক এডামস। পরে সেই কর্মদিবস পাঁচ দিনে বর্ধিত করার কথাও জানান তিনি। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সিটি মেয়র এরিক এডামস বলেন, “আমাদের অর্থনীতির চাকা গতিশীল রাখতে হবে। করোনার কাছে হার মেনে ঘরে বসে থাকলে কোন সমাধান আসবে না। আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে করোনা মোকাবেলা করতে হবে। প্রত্যেককে সুরক্ষা ব্যবস্থা মেনে চলে কাজে আসতে হবে। প্রয়োজনা আমরা সাপ্তাহে তিন দিন কর্মদিবস রাখতে পারি এর পরে তা পাঁচ দিনে উন্নীত করা যেতে পারে।”

তিনি বলেন, শহরের হাসপাতালগুলোর জন্য অতিরিক্ত তহবিল ঘোষণা করা হয়েছে। তিন স্তরে এই সহায়তা পাবে হাসপাতালগুলো।  প্রথমত, নিউইয়র্ক সিটির স্বাস্থ্য ও হাসপাতাল নেটওয়ার্কের বাইরের সিটির নিরাপত্তা-নিষ্ঠ হাসপাতালগুলোতে ৩৩ মিলিয়ন ডলার ঋণ প্রদান করা হবে। যা সরকারি বেসরকারি অর্থায়নে সংগ্রহ করা হবে। দ্বিতীয়ত, নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস কর্পোরেশনকে সহায়তা করার জন্য ১১১ মিলিয়ন ডলার তহবিলের যোগান দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যবিধি বিভাগে কর্মী বৃদ্ধি এবং তাদের সহায়তার দিকে নজর দেওয়ার কথা জানান এডামস।

প্রসঙ্গত,করোনার নতুন ধরণ ওমিক্রনের বিস্তারের পর থেকে নিউইয়র্কে ফের করোনা সংক্রমন মারাত্বক আকার ধারণ করেছে। রাজ্যজুড়ে ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন