সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারী নিজেও। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে জানানো হয়েছে, বন্দুকধারী আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পরপর নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লেখেন, ‘একজন পুলিশ কর্মকর্তাকে আঘাত করা হয়েছে।’ তিনি ওই কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তবে পুলিশ মুখপাত্র পরবর্তীতে বলেন, পুলিশ সদস্য নিহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
নিউইয়র্ক পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ৫১তম স্ট্রিটের কাছে। পুরো এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানানো হলেও তাঁর নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিসচ এক্সে পোস্ট দিয়ে বলেন, ‘ঘটনাস্থল এখন নিয়ন্ত্রণে এবং বন্দুকধারী নিষ্ক্রিয় করা হয়েছে।’
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন