যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। সম্প্রতি নিউইয়র্কে মাদকাসক্ত হয়ে আত্মহ্ত্যায় প্রাণ হারিয়েছেন বেশ কিছু উদীয়মান বাংলাদেশি আমেরিকান তরুন। তবে কি কারনে তারা মাদকাসক্ত হয়ে পরছেন এ ব্যাপারে অনুসন্ধান এবং সর্বনাশা মাদকের ছোবল থেকে তরুন সমাজকে কিভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য গঠন করা হয়েছে কমিটি। সম্প্রতি বাংলাদেশে স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি ভার্চ্যুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও তরুন উদ্যোক্তা শেখ গালিব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “ড্রাগ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন” সভাপতি ও বাংলাদেশ আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট আলী, সাধারণ সম্পাদক আমিন মেহেদি, নিউ আমেরিকান ইয়ূথ ফোরামের সভাপতি ও আমেরিকায় মূলধারার রাজনীতিবিদ আহনাফ আলম, , বাংলাদেশ সোসাইটি ভারপ্রাপ্ত সভাপতি ও উপদেষ্টা আবদুর রহিম হাওলাদার, পলিটিক্যাল এক্টিভিস্ট জয় চৌধুরী, সদস্য মনীকা রায়, যুগ্ম সম্পাদক শেখ আল আমিন, সদস্য এস এম সোলায়মান। জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম এই ভার্চ্যুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন, এবং কিভাবে মাদকের কড়াল গ্রাস থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবেন তার ব্যাপারে আলোচনা করেন। এসময় তারা খেলাধুলায় আগ্রহ, সামাজিক সচেতনতা, এবং ধর্মীয় অনুশাসনের গুরুত্ব তুলে ধরেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন