রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে নতুন করে করোনা শনাক্ত ২২ হাজার জনের

রবিবার, ডিসেম্বর ১৯, ২০২১

প্রিন্ট করুন
59568624 101 1

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য ফের বেড়েছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় শহরটিতে নতুন করে আরো ২১ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা একদিনের হিসেবে সর্বোচ্চ।

শনিবার (১৮ ডিসেম্বর) গভর্নর ক্যাথি হোচুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার ২ লক্ষ ৯০ হাজার ৯৩০ জনের করোনা পরীক্ষা করে ২১ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সে সাথে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২১৪ জন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সিটিতে একদিনের হিসেবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছিলো। এদিন ২১ হাজার ২৭ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এর আগে একদিনের হিসেবে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিলো ১৯ হাজার ৯৪২। 

প্রসঙ্গত, নিউইয়র্কে এখনো পর্যন্ত ১ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর তা দ্রুত গতিতে ২ মিলিয়ন হওয়া দৌড়ে রয়েছে। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন