সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জমা দিলেই বিনিময় হিসেবে পাওয়া যাচ্ছে ৫০০ ডলার মূল্যের গিফট কার্ড। ইতোমধ্যে ৩ হাজারেরও বেশি লোক বন্দুক জমা দিয়ে গিফট কার্ড গ্রহণ করেছেন।
শনিবার (২৯ এপ্রিল) থেকে ‘বাইব্যাক’ নামক এই কর্মসূচি চালু করে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয় থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে ৩ হাজার টিরও বেশি বন্দুক জমা পড়েছে। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল এবং ঘোস্ট বন্দুক যেগুলো আগ্নেয়াস্ত্রের কিছু অংশ থেকে তৈরি করা হয় এবং একত্রিত না করে বিক্রি করা হয়ে থাকে।
জেমস টুইটারে জানান, আমরা আজ ৩ হাজার ৭৬টি বন্দুক উদ্ধার করেছি, যার মধ্যে ১৮৫টি অ্যাসল্ট রাইফেল রয়েছে৷ এই বন্দুকগুলোর প্রতিটি একটি সম্ভাব্য দুর্ঘটনার উপাদান। আমাদের এই বিষয়ে সাহায্য করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের সমস্ত অংশীদারদের ধন্যবাদ৷ নিউইয়র্কবাসীদের বন্দুকের সহিংসতা থেকে রক্ষা করার জন্য আমরা যা যা করতে পারি তা চালিয়ে যাব।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন