নিজস্ব প্রতিবেদক: শীতের মৌসুমে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়া ও সম্প্রতি ছড়িয়ে পড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিতে আজ থেকে শুরু হয়েছে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার। সিটির যে স্থানগুলোতে করোনা সনদ দেখানোর প্রয়োজন নেই সেখানে ব্যবহার করতে হবে মাস্ক। যদিও কিছু রিপাবলিকান নেতা এর বিরোধীতা করেছেন।
স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) সিটিতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার শুরু হয়েছে। যা কার্যকর থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর কেউ এই আদেশ অমান্য করলে এক হাজার ডলার জরিমানার বিধানও রাখা হয়েছে।
এইদিকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার প্রথমদিন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে জনগণের মধ্যে। তারা বলছেন, করোনা সুরক্ষায় মাস্ক ব্যবহার উচিত। কেউ আর লকডাউনের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হতে চায় না। আবার কেউ কেউ মাস্ক ব্যবহার অস্বস্তির কারণ বলেও মন্তব্য করেছেন।
তবে রাজ্যের কিছু রিপাবলিকান কাউন্টি নির্বাহীরা বলছেন তারা গভর্নরের এমন আদেশ মানছেন না। সেই কাতারে ডাচেস এবং রকল্যান্ড কাউন্টিগুলির পাশাপাশি রয়েছে নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যান।
তবে রিপাবলিকানদের মতামতে গুরুত্ব না দিয়ে সিটির গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, মাস্ক ব্যবহারের আদেশ যৌক্তিক। শীতের ঠান্ডা আবহাওয়ায় করোনার প্রকোপ বৃদ্ধির শঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা যাতে সেই শঙ্কা মোকাবেলা করতে পারি সেজন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা কোন ব্যবসায়ের জন্য টিকা দেওয়ার সনদের বাধ্যবাধকতা রাখি নি। তবে তাদের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার প্রয়োজন।
এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) ম্যানহাটনে সিটি গভর্নর ক্যাথি হোচুল এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির সকল পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলকের ঘোষণা দেন।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন