নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বেসরকারি কর্মকর্তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক ঘোষণা করে একটি আদেশ জারি করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার (৬ ডিসেম্বর) সিটির মেয়রবিল ডি ব্লাসিও এ আদেশ জারি করে।
মেয়র বলেন, নিউইয়র্কের বেসরকারি খাতের সকল কর্মকর্তাদের জন্য করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে আদেশটি কার্যকর হবে। শহরের অভ্যন্তরে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রত্যেকের একটি থেকে দুটি ভ্যাকসিন নেওয়ার সনদ থাকতে হবে।
বিল ডি ব্লাসিও বলেন, দেশের স্বার্থ সবার আগে। করোনা প্রতিরোধে দেশের সকল নাগরিকদের নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ইনডোর ডাইনিং, ফিটনেস এবং বিনোদনের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের প্রমাণ থাকতে হবে বলে জানান তিনি।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন