নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনার পাদুর্ভাব অতিমাত্রায় বেড়ে যাওয়ায় অন্তত তিনটি বড় এয়ারলাইন্সের দুইশতাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পৃথক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্স এ তথ্য জানায়।
এতে ইউনাইটেড এয়ারলাইন্স শুক্রবারের (২৪ ডিসেম্বর) জন্য ১১২ টি এবং ডেল্টা এয়ারলাইন্স ৯০ টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। আর ফ্লাইট বাতিলের কারণ হিসেবে করোনার নতুন ধরণ ওমিক্রনের প্রভাব উল্লেখ করা হয়। এছাড়া আলাস্কা এয়ারলাইন্সেরও কিছু ফ্লাইট বাতিল করার হয়েছে।
ইউনাইটেডের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, “এই সপ্তাহে দেশব্যাপী ওমিক্রনের ভয়াবহ সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। আমাদের ফ্লাইট ক্রু এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর এটি সরাসরি প্রভাব ফেলছে। ফলে আমাদের কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে। আমরা যাত্রীদের বিমানবন্দরে আসার আগে জানিয়ে দিয়েছি। আমরা সাময়িক সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্য পৌঁছাতে পারে সেজন্য নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।”
ডেল্টা এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন, “সম্ভাব্য প্রতিকূল আবহাওয়া এবং ওমিক্রন ভেরিয়েন্টের প্রভাবসহ বিভিন্ন সমস্যার সমন্বয়ের কারণে শুক্রবারের জন্য প্রায় ৯০টি ফ্লাইট বাতিল করা হয়েছে৷ আমরা আমাদের যাত্রীদের ছুটির ভ্রমণ পরিকল্পনায় বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থী৷”
এইদিকে আলাস্কা এয়ারলাইন্স জানিয়েছে,করোনায় আক্রান্ত কিছু কর্মচারীকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। আর এরজন্য তাদের স্বল্প সংখ্যাক ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইন্সটি এখন তাদের সুস্থ কর্মীদের অতিরিক্ত বেতন দিচ্ছে যারা আসন্ন ক্রিসমাস উইকএন্ডে অতিরিক্ত শিফটে কাজ করতে পারে। আলাস্কা এখন পর্যন্ত ক্রিসমাস ইভের জন্য নয়টি ফ্লাইট বাতিল করেছে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে গত সাত দিনের গড়ে করোনা সংক্রমণ আগের সপ্তাহ থেকে ২৫ শতাংশ বেড়েছি। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছেন প্রায় ১ লক্ষ ৫০ হাজার। এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ করোনার নতুন ধরণ ওমিক্রণ। যা দেশটিতে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন