নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির অবনতি ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের পাদুর্ভাব ঠেকাতে নিউইয়র্কের পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলকের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। তবে ‘তথ্য দিতে অক্ষম’ এমন অভিযোগে সেই ঘোষনা মানতে নারাজ রিপাবলিকান কাউন্টি এক্সিকিউটিভরা।
শনিবার (১১ ডিসেম্বর) রিপাবলিকান রকল্যান্ড কাউন্টি এক্সিকিউটিভ এড ডে অভিযোগ করে বলেন, গভর্নরের কর্মীরা বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দিতে অক্ষম।
স্বাস্থ্য বিভাগের লোকরা এই মুহূর্তে শিশুদের এবং অন্যদের একটি লাইভ-সেভিং ভ্যাকসিন দিয়ে টিকা দিচ্ছেন। তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে নিয়ে যাওয়া হবে বলে মানুষদের মাস্ক পরার কথা বলা হচ্ছে। আমি এ সিদ্ধান্ত কোন মতেই মানছি না।
এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) ম্যানহাটনে সিটি গভর্নর ক্যাথি হোচুল এক বিবৃতিতে নিউইয়র্ক সিটির সকল পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলকের ঘোষণা দেন। যা আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।
ক্যাথি হোচুল বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিটির সকল মানুষের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যে স্থানগুলোতে ভ্যাকসেনির সনদ দেখানো প্রয়োজন হবে না সেখানে মাস্ক না পরলে ১ হাজার ডলার জরিমানা ও ফৌজদারি দন্ডে দন্ডিত হতে হবে।
গভর্নর বলেন, নিউ ইয়র্কবাসীদের স্বাস্থ্য রক্ষা করা এবং আমাদের অর্থনীতির চাকা সচল রাখা আমার লক্ষ্য। আজকে আমি যে সাময়িক ব্যবস্থা নিচ্ছি তা ছুটির মৌসুম নিরাপদে কাটাতে সাহায্য করবে। এছাড়া শীতকালীন করোনা ঢেউ প্রতিরোধ করবে।
এসময় তিনি সিটির অধিকাংশ নাগরিক করোনা ভ্যাকসিন নেওয়ায় তাদের ধন্যবাদ জানান এবং করোনা সুরক্ষা মেনে চলার আহ্বান জানান।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন