সিএন প্রতিবেদন: নিউইয়র্কের মেয়র নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি। শনিবার ব্রুকলিন কলেজে আয়োজিত টাউন হলে তার সঙ্গে ছিলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। প্রায় ১ হাজার ৭০০ সমর্থক অংশ নেন এ অনুষ্ঠানে।
স্যান্ডার্সের ‘ফাইটিং দ্য অলিগার্কি ট্যুর’–এর অংশ এই সভায় আয় বৈষম্য, জীবনযাত্রার ব্যয় ও শিশুসেবার ব্যয় নিয়ে আলোচনা হয়। মামদানি প্রতিশ্রুতি দেন, নিউইয়র্কে ছয় সপ্তাহ থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য বিনা মূল্যে যত্নসেবা চালু করবেন। তিনি বলেন, “রাজনীতি সাধারণ মানুষের শক্তিতেই চলবে।”
স্যান্ডার্স সমালোচনা করেন টেসলার মালিক ইলন মাস্কের এক ট্রিলিয়ন ডলারের পারিশ্রমিক প্যাকেজ নিয়ে। তিনি বলেন, “কোটি মানুষ খাবারের কষ্টে আছে, অথচ একজনকে ট্রিলিয়নিয়ার বানানো হচ্ছে।”
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে সরব হয়েছেন। শোনা যাচ্ছে, নির্বাচনে প্রভাব ফেলতে বর্তমান মেয়র এরিক অ্যাডামসকে প্রশাসনে নেওয়ার কথাও ভাবছে হোয়াইট হাউস। তবে মামদানি বলেন, “এ শহরের মেয়র নিউইয়র্কবাসীরাই ঠিক করবে।”
সর্বশেষ জরিপে মামদানি এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে অন্তত ১০ পয়েন্টে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নিউইয়র্ক সিটির এই নির্বাচন শুধু স্থানীয় নয়, যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীলদের উত্থানের প্রতীক হয়ে উঠেছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন