নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে হু হু করে বাড়ছে করোনা শনাক্তের হার। শুক্রবার (১৭ ডিসেম্বর) সিটিতে রেকর্ড সংখ্যাক ২১ হাজার ২৭ জনের দেহে নতুন করোনা শনাক্ত হয়েছে। এর আগে একদিনের হিসেবে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড ছিলো ১৯ হাজার ৯৪২।
শুক্রবার এমন তথ্য জানিয়ে গভর্নর ক্যাথি হোচুল বলেন, করোনার নতুন ধরণ দ্রুত পরিবর্তন হচ্ছে। এটির সংক্রমণের মাত্রাও তীব্র। এক সপ্তাহ আগে যেখানে দৈনিক ১৯ হাজারের মতো রোগী শনাক্ত হতো এখন তা বেড়ে দ্বিগুণ হয়েছে। এ ছাড়া বিগত কয়েক সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেশি।
নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির জনসংখ্যা স্বাস্থ্যের ইন্সটিটিউট ফর ইমপ্লিমেন্টেশন সায়েন্স-এর নির্বাহী পরিচালক ডা. ডেনিস ন্যাশ বলেছেন, সংক্রমণের তীব্র বৃদ্ধি অত্যন্ত উদ্বেগের বিষয় হওয়া উচিত তবে নতুন রূপের দ্রুত বিস্তারের কারণে এটি অনিবার্য ছিল। ন্যাশ বলেন, শীতের শুরুর সাথে সাথে করোনার নতুন টেউ লক্ষ করা যাচ্ছে। আমাদের এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভ্যাকসিন ও বুষ্টার ডোজের উপর জোর দিতে হবে।
লেনক্স হিল হাসপাতালের ইমার্জেন্সি সার্ভিসেস ডিরেক্টর ডাঃ ইয়েভেস দেরৌসেউ বলেন, “ওমিক্রনের লক্ষণগুলি খুবই হালকা। যাদের টিকা দেওয়া হয়েছে তাদের উপর প্রভাব ক্লিনিক্যালি কম। তবে বিশ্বের শীর্ষস্থানীয় কিছু বিশেষজ্ঞরা ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা নিয়ে বেশ উদ্বিগ্ন প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, নিউইয়র্কে এখনো পর্যন্ত ১ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর তা দ্রুত গতিতে ২ মিলিয়ন হওয়া দৌড়ে রয়েছে।
আইআই/
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন