রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা পাঁচগুণ বেড়েছে

মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

প্রিন্ট করুন
নিউইয়র্কে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা পাঁচগুণ বেড়েছে 1

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গরাজ্যে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। চলতি মাসের শুরু থেকে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা প্রায় পাঁচগুণ বেড়েছে। আর এই নিয়ে শহরে জনসাধারণ ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের জন্ম হয়েছে। 

স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক সংবাদ সম্মেলনে এ তথ্য  জানান। হোচুল বলেন,  ১৮ বছর বয়সী শিশুদের মধ্যে করোনা সংক্রমণ সম্প্রতি মারাত্বক হারে বেড়েছে। যা পরিবারগুলোর জন্য একটি সতর্কবার্তা ; যারা বিশ্বাস করে শিশুদের করোনা ঝুঁকি কম। 

রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কমিশনার ডাঃ মেরি ব্যাসেট বলেন, ১৯ ডিসেম্বর আংশিক সপ্তাহে ২৩ নিউ ইয়র্ক সিটিতে করোনায় হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা দুই সপ্তাহ আগের তুলনায় পাঁচগুণ বেড়েছে।তিনি বলেন, শিশুদের ভর্তির এই ঊর্ধ্বগতির কারণ টিকা না নেওয়া।  তথ্য অনুসারে, হাসপাতালে ভর্তি হওয়া ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে কাউকেই টিকা দেওয়া হয়নি। বয়স্ক শিশুদের মধ্যে, প্রায় এক চতুর্থাংশ টিকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের বাচ্চাদের টিকা দিতে হবে। আমাদের তাদের যত্ন নিতে হবে।  বিশেষ করে ৫ থেকে ১১ বছর বয়সীদের প্রতি বিশেষ নজর দিতে হবে। মাস্ক পরা, ভিড় এড়ানো এবং পরীক্ষা করা সহ অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা মেনে চলার পাশাপাশি বাবা-মায়ের উচিত ৫ বছর বা তার বেশি বয়সী শিশুদেরকে সম্পূর্ণরূপে টিকা দেওয়ার মাধ্যমে রক্ষা করা। এছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের চলাফেরার সময় তাদের  আশেপাশের লোকদের টিকা এবং বুস্টার ডোজ নিয়েছে কি না সে বিষয়ে খেয়াল রাখতে হবে। 

তিনি বলেন, এর আগে শূণ্য থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ৭০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।  ছুটির আগে ২৩ ডিসেম্বর শেষ হওয়া আংশিক সপ্তাহে রাজ্যব্যাপী ১৮৪ শিশু (এদের মধ্যে ১০৯টি নিউ ইয়র্ক সিটিতে) হাসপাতালে ভর্তি হয়েছিল। যখন নিউইয়র্ক সিটিতে ২৩৭১ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। এরপরে  ২৩ ডিসেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী ৫৫২৬ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। 

লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারের মেডিক্যাল ডিরেক্টর ডঃ রিচার্ড শোয়ার্জ বলেন,  গত সপ্তাহের তুলনায় তাদের শহরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে৷ হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশেরই করোনা টিকা না নেওয়ার তথ্য রয়েছে। 

নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, কোভিড-১৯ এর জেরে শিশুদের হাসপাতালে ভর্তিতে উচ্চ গতি দেখা যাচ্ছে। তারা বলছেন, শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে অন্তত চারগুণ। গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহ পর্যন্ত এ বৃদ্ধির ধারা অব্যহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ অনেকটাই বেড়েছে। গত পাঁচদিনে দেশটিতে গড়ে প্রতিদিন ১ লাখ ৯০ হাজার জনের করোনা শনাক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। এ প্রেক্ষাপটে করোনা টেস্টের ওপর জোর দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ এন্থনি ফাউসি রোববার করোনা টেস্টের সংকটের কথা উল্লেখ করেন। তিনি আগামী মাস থেকে আরও বেশি করোনা পরীক্ষা নিশ্চিত করার পক্ষে মত দেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন