নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাচীনতম রিয়েল এস্টেট ব্রোকার শরাফ সরকারের তত্বাবধানে হোম বায়িং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাড়ি ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
গত ১৩ জানুয়ারি জামাইকার হিলসাইড এভিনিউয়ে ১৬৫-১৯ এর হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য বাড়ি ক্রেতা এবং আগ্রহীরা অংশগ্রহণ করেন।
এতে এস এম এলটি রিয়েল স্টেট ব্রোকার এর মালিক শরাফ সরকার বাড়ি ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন। সেই সাথে সেমিনারের অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এতে লোন ও মর্টগেজ সংক্রান্ত বিষয়ে কথা বলেন মর্টগেজ লোন ডিপোর সেলস ম্যানেজার ব্রোকার ক্রিস রুদ্র। রিয়েল এস্টেট ক্রয়ে আইনজীবীদের ভূমিকা তুলে ধরেন অ্যাটর্নি লুক জে বিগলো৷
এতে আরও উপস্থিত ছিলেন—রিয়েল এস্টেট ব্যবসায়ী ডা. লতিফ, এস এম এনটি ব্রোকারেজের এসোসিয়েট ব্রোকার রফিকুল আলম। রিয়েলটর তমাল মিয়া বাড়ি ক্রয় সংক্রান্ত বিষয়ে আরও সেমিনার আয়োজনের ইচ্ছা পোষণ করেন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন