চলমান নিউইয়র্ক প্রতিবেদন: নিউইয়র্ক রাজ্যের প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে জয়ী হয়েছেন বর্তমান গভর্নর ক্যাথি হোকুল। অন্য দিকে, রিপাবলিকান থেকে জয় পেয়েছেন লী জালদিন। মঙ্গলবার (২৮ জুন) এ প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। আগামী নভেম্বরে এ দুই প্রার্থী রাজ্য গভর্নর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত চার দশক থেকে নিউইয়র্ক রাজ্যের গভর্নর পদে কোন রিপাবলিকান জয় পান নি। সর্বশেষ নির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর এন্ড্রু কুমো যৌন কেলেংকারির অভিযোগে পদত্যাগ করলে লেফটেনেন্ট গভর্নর ক্যাথি হকুল দায়িত্ব নেন।
মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত ক্যাথি হকুল আসছে নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের মধ্যে চ্যালেঞ্জে পড়েছিলেন। সিটি পাবলিক অ্যাডভোকেট জুমেইন উইলিয়ামস ও ল্য আইল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান টমাস সাউজিকে সহজেই প্রাইমারিতে পরাজিত করেছেন ক্যাথি হকুল।
এ দিকে, রিপাবলিকান লী জালদীন ২০১৫ সাল থেকে রাজ্যের সাফক কাউন্টি এলাকা থেকে প্রতিনিধি পরিষদে প্রতিনিধিত্ব করে আসছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লী জালদীন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন