সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক সিটির নতুন কারেকশন কমিশনার লুই মোলিনা

শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১

প্রিন্ট করুন
11348074 121621 wabc adams and molina img 1 1

নিজস্ব প্রতিবদক: নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কারেকশন কমিশনারের প্রধান হিসেবে লুই মোলিনার নাম ঘোষণা করেছেন নব নির্বাচিত সিটি মেয়র এরিক এডামস। বৃহস্পতিবার (১৬ ডিসেস্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।  
মোলিনা এর আগে নুনেজ কমপ্লায়েন্স ইউনিটের প্রধান অভ্যন্তরীণ মনিটর এবং ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ছিলেন।

কারেকশন অফিসার ইউনিয়নের সভাপতি বেনি বোসিও মোলিনার নিয়োগ সংক্রান্ত এক কথায়  বিবৃতিতে বলেন, “এটা কোন গোপন বিষয় নয় যে গত আট বছর ধরে আমাদের প্রয়োজনীয় কর্মী বাহিনীকে নরকের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং এমন একটি প্রশাসনের দ্বারা অসহনীয় পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করা হয়েছে। যারা আমাদেরকে ব্যয়বহুল হিসাবে দেখেছিল৷

মাদের কঠোর আইন প্রয়োগকারী এক নেতার প্রয়োজন ছিলো যিনি আমাদের সকল সংকট নিরসন করবেন৷ আমরা আশাবাদী যে নতুন কমিশনার লুই মোলিনা আমাদের সমস্যাগুলো সমাধান করবেন।”

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন