শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

নিউইয়র্ক সিটির নতুন কারেকশন অফিসার ম্যাগিনলি-লিডি

শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

প্রিন্ট করুন
ম্যাগিনলি-লিডি

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ কারেকশনের (এনওয়াইসিডিওসি) নতুন অফিসার হিসেবে ম্যাগিনলি-লিডিকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্ক সিটির কারেকশন বিভাগের ৩৮তম কমিশনার হিসাবে তার নাম ঘোষণা করেন মেয়র এরিক অ্যাডামস।

জানা গেছে, ম্যাগিনলি-লিডি দু’মাস আগে জননিরাপত্তার ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত বিবাদী কমিশনার লুই মোলিনার স্থলাভিষিক্ত হয়েছেন। এই গ্রীষ্মে ফেডারেল মনিটর দ্বারা দায়ের করা আদালতের নথিতে মলিনাকে সহিংসতার গুরুতর ঘটনাগুলো আড়াল করার জন্য অভিযুক্ত করা হয়েছে।

দুই মেয়র এবং চারজন কারেকশন কমিশনারের অধীনে উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় গত নভেম্বর মাসে রাইকারদের ফেডারেল টেকওভারের অনুরোধ জানান নিউইয়র্কের দক্ষিণ জেলার জন্য মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস। যার প্রেক্ষিতে এই নিয়োগটি আসে।

ইউনিয়ন এবং ফেডারেল মনিটর উভয়ে এই নিয়োগকে স্বাগত জানিয়েছে। আদালতের নথিতে ফেডারেল মনিটর লিখেছেন, এটি স্বচ্ছতা, সহযোগিতা এবং যোগাযোগের মাধ্যমে শহরের উন্নতি বয়ে আনবে।

ম্যাগিনলি-লিডি ২০১৫ সালে একটি এজেন্সি অ্যাটর্নি হিসাবে বাহিনীতে যোগদান করেন। ২০১৮ সালে ডেপুটি জেনারেল কাউন্সেল পদে উন্নীত হন। ডিওসিতে থাকাকালীন তিনি জেনারেল লিটিগেশন ইউনিটের নেতৃত্ব দিয়েছেন, জটিল এজেন্সি বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন এবং অগ্রাধিকার দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন।

স্থানীয় কলেজ থেকে স্নাতক অর্জনকারী ম্যাগিনলি-লিডি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি স্কুল অফ ল থেকে জেডি এবং বি.এ. জন জে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিস ডিগ্রি নেন। তিনি জননিরাপত্তার জন্য ডেপুটি মেয়র, ফিলিপ ব্যাঙ্কস ১১১ এর কাছে রিপোর্ট করবেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যাগিনলি-লিডি বলেন, আমি গত ৮ বছর ধরে বিভাগে ছিলাম। আমি এই কাজগুলো করে স্বস্তি পাই। আশা করি সামনের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে পারবো।

মেয়র অ্যাডামস বলেন, পিছনে বসে বসে কিছু ঘটতে পারে-বলতে পারি না। আমাদের এখন কাজ করতে হবে। আশা করছি সামনে কারেকশন বিভাগ আরও উন্নতি বয়ে আনবে।

প্রসঙ্গত, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন ( এনওয়াইসিডিওসি ) হল নিউইয়র্ক সিটির পৌর সরকারের শাখা নিউইয়র্ক সিটির বন্দী জনসংখ্যার হেফাজত, নিয়ন্ত্রণ এবং যত্নের জন্য দায়বদ্ধ। তাদের অধিকাংশই রাইকার্স দ্বীপে বাস করে। এই সংস্থায় ৮ হাজার ৯৪৯ জন ইউনিফর্মধারী অফিসার এবং ২ হাজার ২৭ জন বেসামরিক কর্মী নিয়োগ করে। এছাড়াতাদের ৫৪৩টি যানবাহন রয়েছে এবং প্রতি বছর ১ লক্ষের বেশি নতুন বন্দীদের নিয়ে এখানে কাজ করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন