সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার হচ্ছেন কিচ্যান্ট সেওয়েল

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
abccca00 5d4e 11ec a74b 3d72131fbf2a 1200 630 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নব নির্বাচিত মেয়র এরিক অ্যাডামস সিটির স্কুলগুলোর জন্য নতুন চ্যান্সেলর নিয়োগ দেওয়ার পর এবার নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) প্রধান হিসেবে কিচ্যান্ট সেওয়েলকে  নিয়োগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এমনটা হলে  কিচ্যান্ট সেওয়েলি হবেন এনওয়াইপিডির প্রথম মহিলা পুলিশ কমিশনার।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে পুলিশ বেনিভোলেন্ট অ্যাসোসিয়েশন প্যাট লিঞ্চ পরবর্তী এনওয়াইপিডি পুলিশ কমিশনার হিসাবে সেওয়েলকে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়,আমরা চিফ সেওয়েলকে আমেরিকার দ্বিতীয়-কঠিন  পুলিশিং চাকরিতে স্বাগত জানাই। সবচেয়ে কঠিন অবশ্যই রাস্তায় একজন পুলিশের দায়িত্ব পালন করা। আমরা চাই তার হাত ধরে আমাদের শহরের সমস্যাগুলো কমে যাবে। রাস্তা হত্যা বন্দুক হামলার বিষয়গুলোর সমাধান হবে৷ 

কিচ্যান্ট সেওয়েল বর্তমানে নাসাউ কাউন্টির গোয়েন্দাদের প্রধান হিসাবে কাজ করছেন। ২০২০ সালের ১১ সেপ্টেম্বর  প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা হিসেবে গোয়েন্দাদের প্রধান নিযুক্ত হন। তার বয়স ৪৯ বছর। তিনি এফবিআই জাতীয় একাডেমি থেকে স্নাতক অর্জন করেছেন।  

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন